জিপি বন্ধ সিম অফার 2025

জিপি বন্ধ সিম অফার 2025

( জিপি বন্ধ সিম অফার 2025 ) আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সবাই জানতে চেয়েছেন যে জিপি বন্ধ সিম বা গ্রামীন বন্ধ সিম চালু করলে কি কি সুবিধা পেতে পারি।তাই আজকে আমরা গ্রামীন বন্ধ সিম বা জিপি বন্ধ সিমের অফার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব।এছাড়া আমরা জিপি বন্ধ সিম অফার, মিনিট অফার, ইন্টারনেট অফার, অফার চেক কোড ইত্যাদি সম্পর্কে জানতে পারবো। আমাদের পোস্টটি আপনারা মনোযোগ সহকারে পড়ুন।

বাংলালিংক বন্ধ সিম অফার 2025

জিপি বন্ধ সিম অফার

বর্তমানে গ্রামীন সিম বাংলাদেশের প্রথম সেরা মোবাইল অপারেটর । আর গ্রামীণ সিমের গ্রাহক দিন দিন বেড়েই যাচ্ছে। আপনারা যারা গ্রামীন সিম ব্যবহার করেন তাদের মধ্যে অনেকেই জানেন না যে গ্রামীণ বন্ধ সিম পুনরায় চালু করলে রয়েছে অনেক আকর্ষণীয় অফার।এই অফারগুলো আপনারা শুধুমাত্র বন্ধ সিম পুনরায় চালু করলেই পাবেন জিপি বন্ধ সিমের অফার গুলো নিচে দেওয়া হলো-

টাকা সুবিধা মেয়াদডায়াল
98টাকা 8জিবি7দিন*121*5181#
118টাকা 180জিবি30দিন*121*5076#
198টাকা 12জিবি30দিন*121*5028#
287টাকা 15জিবি30দিন*121*5258#

এই অফারগুলো মূলত জিপি বন্ধ সিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে।গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে এই অফারগুলো যতবার খুশি নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন । এই অফারটি প্রযোজ্য হবে না শুধুমাত্র ইস্কিটো গ্রাহকদের জন্য।এছাড়া গ্রাহক*121*5555# ডায়াল করে নিজেই যাচাই করতে পারবেন যে এই অফারগুলো তার জন্য প্রযোজ্য কিনা। (গ্রামীণফোন ওয়েবসাইট)

জিপি বন্ধ সিমের মিনিট অফার

গ্রামীণফোন গ্রাহকের জন্য রয়েছে সুখবর ।আপনারা ডাটা প্যাকের সাথে মিনিট প্যাকটি সরবরাহ করুন এবং জিপি বন্ধ সিম চালু করে জিতে নিন মিনিট অফার একদম ফ্রি।নিচে জিপি বন্ধ সিমের মিনিট অফার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দেওয়া হলো-

টাকা সুবিধা মেয়াদ ডায়াল
1013জিবি+100মিনিট30দিন*121*1*2#
28টাকা 48মিনিট30দিন*121*1*2#
জিপি বন্ধ সিমের ইন্টারনেট অফার

আপনারা যারা গ্রামীণফোন সিম ব্যবহার করেন তারা জিপি বন্ধ সিম চালু করলেই পাবেন ইন্টারনেটের সুন্দর অফার। তাহলে চলুন দেরি না করে আমরা রিচার্জ করি এবং ইন্টারনেটের এই সুন্দর অফারটি উপভোগ করি। নিচে জিপি বন্ধ সিমের ইন্টারনেট অফার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করা হলো-

টাকা সুবিধা মেয়াদ ডায়াল
43টাকা 5জিবি30দিন*121*5151#
18টাকা 2জিবি30দিন*121*5151#
জিপি বন্ধ সিমের কলরেট অফার

গ্রামীন সিম বা জিপি সিম ব্যবহারকারী গ্রাহকদের কথা বলার সুবিধার জন্য তারা কলরেট অফার কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং সে অনুযায়ী রিচার্জ করে থাকে। তাই এখন পর্যন্ত যারা সিমটি বন্ধ রেখেছেন দ্রুত বন্ধ সিমটি চালু করুন এবং জিতে দিন যতসব স্পেশাল কলরেট অফার। নিচে জিপি বন্ধ সিমের কলরেট অফারটি দেওয়া হলো-

টাকাসুবিধামেয়াদডায়াল
49টাকা1পয়সা \সেকেন্ড5দিন*1211*2#
29\39টাকা1পয়সা \সেকেন্ড5দিন*1211*2#
জিপি বন্ধ সিমের অফার চেক

জিপি বন্ধ সিম বা গ্রামীণফোন বন্ধ সিম গ্রাহকদের জন্য গ্রামীণফোন সিম অপারেটর বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে।তাই যারা সিমটি বন্ধ রেখেছেন তারা দ্রুত সিমটি চালু করুন।আপনি যদি আপনার জিপি বন্ধ সিমের অফার টি চেক করতে চান তাহলে আপনাকে এই নম্বরে *121*5300# ডায়াল করতে হবে অতঃপর আপনি অফারটি চেক করতে পারবেন।

জিপি বন্ধ সিম চালু করার নিয়ম

আমরা যারা গ্রামীনসিম অথবা জিপি সিম ব্যবহার করি তারা বিভিন্ন সময় এই সিমটি বন্ধ করে রাখি।আবার যখন পরবর্তীতে সিমটি চালু করি তখন সিমটি চালু হয় না বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এ সমস্যা সমাধানের জন্য কিছু সহজ পদ্ধতি অনুসরণ করতে হয় । এর জন্য আপনাকে ওই সিমটি ও জাতীয় পরিচয় পত্রটি নিয়ে নির্দিষ্ট কাস্টমার কেয়ারের কাছে গেলেই পুনরায় সিমটি চালু করতে পারবেন।

জিপি বন্ধ সিমের অফার নেওয়ার নিয়ম বা শর্ত
  • যারা ইস্কিটো সিম ব্যবহার করেন তাদের জন্য জিপি বন্ধ সিমের অফারটি প্রযোজ্য নয়।
  • গ্রাহকের ব্যবহারকৃত জিপি বন্ধ সিমটি অবশ্যই প্রিপেইড সিম হতে হবে।
  • গ্রাহকের ব্যবহারকৃত জিপি বন্ধ সিমের অফারটি অটো রিনিউ হবে না।
  • একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জিপি বন্ধ সিমের অফার গুলো চালু থাকে তাই এই সময়ের মধ্যে আপনি অফারটি যতবার খুশি ব্যবহার করতে পারবেন।
  • অনেকদিন যাবত বন্ধ থাকা আপনার জিপি সিমটিতে জিপি বন্ধ সিমের অফারটি পাবেন কিনা তা দেখার জন্য এই নম্বরে *121*5555# ডায়াল করুন এবং দেখে নিন।
  • দুইটি উপায়ে আপনি আপনার জিবি বন্ধ সিমের অফার গুলো কিনতে পারবেন প্রথমত,USSD CODE ডায়াল করার মাধ্যমে। দ্বিতীয়ত,My Gipi অ্যাপ এর MY OFFER অপশনের মাধ্যমে।
  • জিপি বন্ধ সিমের অফারের মেয়াদ জানার জন্য আপনাকে এই *121*1*2# নাম্বারে ডায়াল করতে হবে।
  • জিপি বন্ধ সিমের অফার গুলোর মধ্যে সম্পূরক শুল্ক ও ভ্যাট চার্জ যোগ করে দেওয়া হয়েছে।
শেষ কথা

আশা করি উপরের আলোচনা থেকে আপনারা সহজে বুঝতে পেরেছেন যে গ্রামীণফোন বন্ধ সিম অথবা জিপি বন্ধ সিম চালু করলেই আমরা কি কি সুযোগ সুবিধা অথবা কি কি অফার পেতে পারি।অতএব আমরা আমাদের জিপি বন্ধ সিমটি দ্রুত সক্রিয় করি তাহলে আমরা অফারগুলো উপভোগ করতে পারব । আমাদের পোস্টটি ভালো লাগলে সাথেই থাকুন ধন্যবাদ।

আরো পড়ুন: এয়ারটেল বন্ধ সিম অফার 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *