বাংলালিংক বন্ধ সিম অফার 2025

বাংলালিংক বন্ধ সিম অফার 2025

( বাংলালিংক বন্ধ সিম অফার 2025 ) আসসালামুয়ালাইকুম আজকে আমরা বাংলালিংক বন্ধ সিমের অফার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো।আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বাংলালিংক বন্ধ সিমের অফার দেখার নিয়ম, মিনিট অফার, ইন্টারনেট অফার ইত্যাদি।তাই আপনারা বাংলালিংক বন্ধ সিমের সুবিধা সম্পর্কে জানতে আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

এয়ারটেল বন্ধ সিম চালু করার নিয়ম 2025

বাংলালিংক বন্ধ সিম অফার

বাংলালিংক বন্ধ সিমের বর্তমানে অনেক অফার রয়েছে। আপনারা যারা সিমটি বন্ধ রেখেছেন চালু করলেই পেয়ে যাবেন দারুন সব অফার।বাংলালিংক সিমের সকল অফার পেতে এই*121*200# নাম্বারে ডায়াল করুন এবং বুঝে নিন সব আকর্ষণীয় অফার আর উপভোগ করুন।(বাংলালিংক ওয়েবসাইট)

টাকা সুবিধামেয়াদ
19টাকা 30মিনিট7দিন
29টাকা2জিবি30দিন
49টাকা1জিবি7দিন
69টাকা4জিবি7দিন
77টাকা120মিনিট30দিন
178টাকা200মিনিট+8জিবি30দিন

বাংলালিংক বন্ধ সিমে মিনিট অফার

আপনারা যারা বাংলালিংক বন্ধ সিমটি নতুন করে চালু করবেন তাদের জন্য রয়েছে বাংলালিংক সিম অপারেটর থেকে বিশেষ মিনিট অফার। আপনারা চাইলে এই মিনিট অফার গুলো বাংলালিংক সিমে বারবার ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই বাংলালিংক বন্ধ সিমের মিনিট অফার গুলো-

টাকাসুবিধা মেয়াদ
37টাকা55মিনিট7দিন
59টাকা15মিনিট48দিন
47টাকা30মিনিট70দিন
57টাকা30মিনিট90দিন
39টাকা30মিনিট60দিন

বাংলালিংক বন্ধ সিমে ইন্টারনেট অফার

বাংলালিংক বন্ধ সিমটি চালু করলে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলালিংক সিম অপারেটর থেকে আকর্ষণীয় সব ইন্টারনেট অফার। আরো সুখবর হচ্ছে যারা এ বন্ধ সিমটি পুনরায় চালু করবে বাংলালিংক সিম অপারেটর তাদেরকে এ স্পেশাল অফারটি দিয়ে থাকে। আকর্ষণীয় ইন্টারনেট অফার গুলো হলো-

টাকাসুবিধা মেয়াদ
11টাকা1জিবি30দিন
26টাকা1জিবি7দিন
28টাকা1জিবি+25মিনিট3দিন
49টাকা6জিবি30দিন
49টাকা3জিবি7দিন

বাংলালিংক বন্ধ সিম চালু করার নিয়ম

প্রথমে আপনাকে বাংলালিংক বন্ধ সিমটি চালু করার জন্য ফোনের ডায়াল অপশনে গিয়ে 121 টাইপ করে কল করতে হবে। কিছুক্ষণ পর বাংলালিংক কাস্টমার কেয়ার থেকে কেউ আপনার সাথে কথা বলবেন তখন আপনি আপনার বন্ধ সিমের ব্যাপারে সব তথ্য দিবেন।যদি সম্ভব হয় কাস্টমার কেয়ার আপনার বন্ধু সিমটি চালু করে দিবেন আর না হয় অন্যথায় কিছু নির্দেশনা দিবেন।

টেলিটক বন্ধ সিমের অফার ২০২৫

বাংলালিংক বন্ধ সিমের অফার চেক

বাংলালিংক বন্ধ সিমের অফারগুলো যদি আপনারা চেক করতে চান তাহলে ফোনের ডায়াল অপশনে গিয়ে *121*200# টাইপ করে ডায়াল করুন। তাছাড়া My Banglalink App ইউজ করেও বন্ধ সিমের অফার গুলো দেখতে পারেন তাই আপনাকে Banglalink Instrol ইন্সটল করতে হবে।অতঃপর লগইন করলেই বন্ধ সিমের অফার গুলো দেখতে পাবেন।

বাংলালিংক সিমে মিনিট চেক করবো কিভাবে

আপনার ফোনে ব্যবহৃত বাংলালিংক সিমে মিনিট চেক করার জন্য প্রথমে আপনাকে ডায়াল অপশনে গিয়ে *121*1# ডায়াল করতে হবে।ডায়াল করার কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে আর সেখানেই আপনি দেখতে পাবেন আপনার বাংলালিংক সিমে কত মিনিট আছে।

বাংলালিংক সিমে নাম্বার চেক কোড

বাংলালিংক সিমের নাম্বারটি বের করার জন্য আপনাকে ডায়াল অপশনে গিয়ে*511# ডায়াল করতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন ফোনের ডায়াল অপশনে একটি মেসেজ আসছে আর সেটি হল আপনার বাংলালিংক সিমের নাম্বার।এভাবে আমরা ব্যবহৃত বাংলালিংক সিমের নাম্বারটি বের করতে পারি।

বাংলালিংক সিমে এমবি চেক কোড

আপনি যদি বাংলালিংক সিমে এমবি বা ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই *5000*500# কোডটি জানা থাকতে হবে।যার মাধ্যমে সহজেই এই নাম্বারটি ডায়াল করে আপনি আপনার বাকি অবশিষ্ট ইন্টারনেট ব্যালেন্স চেক করতে পারবেন অথবা জানতে পারবেন।

শেষ কথা

উপরোক্ত আলোচনা থেকে আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে আমরা বাংলালিংক বন্ধ সিম চালু করলেই আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি। তাই আসুন আমরা দেরি না করে আমাদের বন্ধ বাংলালিংক সিমটি চালু করি এবং আকর্ষণীয় সব অফারগুলো উপভোগ করি। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *