০১৬ কোন সিম? বা 016 ki sim অথবা 016 which operator in Bangladesh তাছাড়া ০১৬ হোইচ অপারেটর?০১৬ কি নাম্বার এসব বিষয় নিয়ে আমাদের মাঝে সন্দেহ তৈরি হয়, এর প্রধান কারণ হলো আমরা বিভিন্ন ফ্রি সিমের অফার পেয়ে একের অধিক সিম ক্রয় করে থাকি। বেশ কিছু পরে আমরা যখন সিমে রিচার্জ করতে যায় তখন অনেক সময় কনফিউজ হয়ে যায় যে ০১৬ কোন সিমের নাম্বার।তো আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো
আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে মোবাইল অন্যতম। আর এই মোবাইল ব্যাবহারের জন্য আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করে থাকি এবং প্রত্যেকটি কোম্পানির সিমের আলাদা আলাদা কোড রয়েছে,
যার মাধ্যমে আমরা কোম্পানিগুলোকে আলাদা করতে পারি। এমনই একটি সিম কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব আপনারা অনেকেই google এ সার্চ দিয়ে থাকেন, ০১৬ কোন সিম? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব
০১৬ কোন সিম? ০১৬ হোইচ অপারেটর
০১৬ নাম্বারটি হলো এয়ারটেল নাম্বার। ০১৬ এটি মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ অপারেটিং কোম্পানি এয়ারটেলের কোড নাম্বার। এই কোড নাম্বার দিয়ে মূলত এয়ারটেল নাম্বার অন্য অন্য কোম্পানির নাম্বার থেকে আলাদা করা যায়। যেকোনো এয়ারটেল নাম্বার এর পূর্বে ০১৬ কোডটি বসাতে হয়।
এয়ারটেল ০১৬ সিমে ব্যালেন্স চেক
এয়ারটেল সিমে ব্যালেন্স চেক দেওয়ার জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *৭৭৮#ডায়াল করুন। ডায়াল করার কিছুক্ষণ পর আপনি আপনার মোবাইলে এয়ারটেল সিমের ব্যালেন্স দেখতে পারবেন।
016 এয়ারটেল সিমে মিনিট চেক
এয়ারটেল সিমে মিনিট চেক করার জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *৭৭৮০#ডায়াল করুন। ডায়াল করার কিছুক্ষণ পর আপনি আপনার মোবাইলে এয়ারটেল সিমের মিনিট দেখতে পারবেন।
এয়ারটেল সিমের নাম্বার বের করার নিয়ম
কোন কারনে এয়ারটেল সিমের নাম্বার ভুলে গেলে, মোবাইলের ডায়াল অপশনে গিয়ে ১২১*৬*৩#ডায়াল করুন কিছুক্ষণ পর এয়ারটেল সিমের নাম্বারটি দেখতে পাবেন।
এয়ারটেল সিমের হেল্পলাইন বা কাস্টমার কেয়ার নাম্বার
গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সিম কোম্পানিগুলো কাস্টমার কেয়ারের সুবিধা করেছে। এসব কাস্টমার কেয়ারের মাধ্যমে গ্রাহকরা সিমের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকে। এয়ারটেল সিমের কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে- ৭৮৬/১৫৮/১২১২ or live cat chat
এয়ারটেল সিমের FNF পদ্ধতি
প্রিয়জনের সাথে কম খরচে বেশিক্ষণ কথা বলতে সিম কোম্পানিগুলোতে এফএনএফ পদ্ধতি রয়েছে। এয়ারটেল সিমেও এফএনএফ করার সুবিধা রাখা হয়েছে এতে কম খরচে প্রিয়জনের সাথে কথা বলা যায়।
One Comment on “০১৬ কোন সিম| 016 ki sim| 016 which operator in Bangladesh”