প্রিয় দর্শক আশা করি ভালো আছেন, বর্তমানে আমরা প্রায় সকলেই মোবাইল ফোন ব্যবহার করি, আর বিভিন্ন কোম্পানির একাধিক সিম ও ব্যবহার করি, কিন্তু সকল সিম আমরা একসাথে ব্যবহার করা সম্ভব হয়না, তাই আমাদের কিছু সিম বন্ধ থাকে, আর বন্ধ সিমে কোম্পানি গুলো স্পেশাল অফার দিয়ে থাকে, তখন আমরা সেই বন্ধ সিম গুলো চালু করি, আজকে আমরা রবি সিম নিয়ে আলোচনা করব, রবি সিম বন্ধ থাকার ফলে আমরা অনেক সময় আমাদের রবি সিমের এমবি চেক কোড ভুলে যাই বা রবি এমবি চেক কোড (robi mb check code) রবি কোম্পানি অনেক সময় পরিবর্তন করে, তাই আজকে আমরা আপনাকে নতুন রবি এমবি চেক কোড (new robi mb check code) কতো, এবং কিভাবে রবি এমবি চেক করবেন নতুন নিয়মে সে সম্পর্কে জানাবো, তাই রবি এমবি চেক কোড সহ রবির সকল সার্ভিস এর সঠিক কোড জানতে এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পরার অনুরুধ রইলো,
- রবি এমবি চেক কোড (robi mb check code)
- রবি সকল সার্ভিস কোড
- রবি এপ্স এর মাধ্যমে রবি এমবি চেক করার নিয়ম
রবি এমবি চেক কোড (Robi mb check code) সহ সকল একক কোডঃ
রবি তাদের গ্রাহকদের সেবার মান উন্নয়ন করতে সব সময় চেস্টা করে, গ্রাহকের কথা চিন্তা করে রবি নিয়ে এলো ১ কোডের ইউএসএসডি দায়াল সার্ভিস, এখন থেকে শুধুমাত্র ১ ডিজিটের কোড ডায়াল করেই রবি এমবি চেক, মিনিট চেক সহ প্রয়োজনিয় সার্ভিস উপভোগ করতে পারবেন, নিচে রবির ১ ডিজিট ইউএসএসডি কোড গুলো উপস্থাপন করা হলো, যা ডায়াল করে সহজেই রবি এমবি চেক, রবি মিনিট চেক, রবিনাম্বার চেক সহ সব করতে পারবেন,
রবি সকল সার্ভিস দেখার কোডঃ
রবি সিমের সকল সার্ভিস একসাথে দেখার জন্য ডায়াল করুন *121#এবং আপনার প্রয়োজন অনুযায়ী পরবর্তি নির্দেশনা অনুসরন করুন।
রবি মিনিট বান্ডেল কোডঃ
রবি সিমের মিনিট বান্ডেল প্যাক সম্পর্কে জানতে দায়াল করুন *0#
রবি ব্যলান্স চেক কোড
রবি সিমের ব্যালেন্স দেখতে ডায়াল করুন *1# কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার রবি সিমের ব্যালেন্স ও মেয়াদ আপনার ফোনের স্ক্রিনে দেখতে পাবেন।
রবি নিজ মোবাইল নাম্বার দেখা্র কোডঃ
আমরা অনেক সময় নিজের সিমের নাম্বার মনে রাখতে পারিনা বা ভুলে যাই, আর রবি সিমের নাম্বার জানতে জাস্ট *2# ডায়াল করুন, আপনার রবি নাম্বার আপনার ফোনের স্ক্রিনে দেখতে পাবেন।
রবি এমবি চেক কোড (robi mb check code) ঃ
আপনার রবি সিমে কতো এমবি আছে এবং এর মেয়াদ সম্পর্কে বিস্তারিত জানতে ডায়াল করুন *3# অথবা *8444*88# ফিরতি নটিফিকেশনে আপনার রবি এমবি স্ট্যাটাস দেখতে পাবেন, এটা রবির লেটেস্ট এমবি চেক কোড।
রবি ইন্টারনেট প্যাক কেনার কোডঃ
রবি সিম দিয়ে ইন্টারনেট প্যাক কেনার জন্য *4# ডায়াল করুন, তাহলে আপনি একটি এমবি প্যাক এর তালিকা পেয়ে যাবেন, আপনার পছন্দের এমবি (ইন্টারনেট) প্যাকেজ টি কিনতে পরবর্তি নির্দেশনা অনুসরন করুন।
রবি জনপ্রিয় সার্ভিস বন্ধ ও চালু করার কোডঃ
আমরা প্রয়োজনে রবির বিভিন্ন সার্ভিস নিয়ে থাকি, কিন্তু যখন আমাদের সার্ভিস টি আর প্রয়োজন পরেনা বা ভুলে কোন সার্ভিস অন হয়ে যায় তখন ঐ সার্ভিস চার্জ হিসেবে আমাদের সিম থেকে টাকা কেটে নেয় যা খুবই বিরক্তিকর আমাদের জন্য, তাই আপনি যদি আপনার রবি সিমের কোন সার্ভিস বন্ধ করতে চান বা চালু করতে চান তাহলে *5# ডায়াল করে পরবর্তি নির্দেশনা অনুযায়ী আপনার সার্ভিস পরিচালনা করতে পারেন।
রবি সিমের প্যাকেজ ও কলরেট পরিচালনা করার কোডঃ
রবি সিমে একেক প্যাকেজে একেক রকম অফার ও কলরেট থাকে, আপনি যদি আপনার রবি সিমের প্যাকেজ সম্পর্কে জানতে ও প্যেকেজ পরিবর্তন করতে চাইলে ডায়াল করুন *6# ও পরবর্তি নির্দেশনা ফলো করুন।
রবি প্রমোশনাল এসএমএস বন্ধ ও চালু করার কোডঃ
ইদানিং আমাদের ফোনে প্রচুর প্রমোশনাল এসএমএস আসে, সিম কোম্পানিগুলো এসব এসএমএস এর মাধ্যমে তাদের বিভিন্ন প্যাকেজ,অফার,প্রোডাক্ট প্রমোশন করে, এসব এসএমএস এর জন্য আমাদের প্রোয়োজনীয় এসএমএস অনেক সময় খুজেই পাইনা, আমাদের ফোনের বিশেষ করে বাটন ফোনের স্টুরেজ ফোল হয়ে যায় এসব অপ্রয়োজনীয় এসএমএস এর জন্য, তাই *7# ডায়াল করে পরবর্তি নির্দেশনা অনুসরন করে এসব প্রমোশনাল এসএমএস বন্ধ বা চালু করতে পারবেন সহজেই।
রবি ঝটপট ব্যালেন্স(ইমার্জেন্সি ব্যালেন্স) এর কোডঃ
অনেক সময় খুব প্রয়োজনীয় মূহুর্তে আমাদের সিমের টাকা শেষ হয়ে যায়, এবং রিচার্জ করার ও উপায় থাকেনা, যার ফলে খুবই গুরুত্বপূর্ন ফোন ও আমরা করতে পারিনা, কিন্তু সেই জরুরী মুহুর্তে আমরা রবি থেকে রবি ঝটপট বা এমার্জেন্সি ব্যালেন্স নিতে পারি যা পরবর্তী রিচার্জ থেকে কেটে নিবে, রবি ঝটপট বা এমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *8# (*৮#) ।
রবি সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধের জন্য রিকোয়েস্ট কোডঃ
রবি ডোরস্টেপ সার্ভিস কোডঃ
রবি ডোরস্টেপ সার্ভিস এর মাধ্যমে আপনি ঘরে বসেই রবি সিম এর নতুন সংযোগ , সিম রিপ্লেসমেন্ট, সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন, এর জন্য ডায়াল করুন *121*10*5# এবং পরবর্তি নির্দেশনা অনুসরন করুন, রবি ডোরস্টেপ সার্ভিসের জন্য চার্জ প্রযোজ্য।
রবি হেল্পলাইন নাম্বারঃ
রবি কল সেন্টার নাম্বারঃ
আপনার রবি সিমের প্রয়োজনীয় সকল সার্ভিস চালু বা বন্ধ করতে, বা আপনার রবি সিমের যেকোন সার্ভিস নিতে ডায়াল করুন 121, তাদের কল সেন্টার ও হেল্পলাইন নাম্বার বছরে ৩৬৫ দিন ২৪ ঘন্টা অন থাকে।
এপ্স এর মাধ্যমে রবি এমবি চেক করার নিয়মঃ
রবি এপ্স এর মাধ্যমে এমবি চেক করতে আপনার প্রথমেই ফোনে ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন এর প্রয়োজন হবে, আপনি যদি আইফোন এ রবি এপ্স ইন্সটল করতে চান তাহলে এপ স্টোর ওপেন করবেন, আর এন্ড্রয়েড থেকে হলে গুগল প্লেস্টুর ওপেন করবেন, তারপর রবি এপ্স (robi apps) লিখে সার্চ করুন, তাহলে উপরে ছবিতে দেখানো রবি এপ্সটি চলে আসবে, রবি এপ্সটি ইন্সটল করে নিন আপনার ফোনে, ইন্সটল হয়ে গেলে রবি এপ্সটি ওপেন করুন, আপনার রবি সিমের নাম্বার টি দিয়ে get otp চাপদিন, তাহলে আপনার রবি সিমে এসএমএস এর মাধ্যমে একটি ওটিপি কোড আসবে , ওটিপি কোড দিয়ে পরবর্তি ধাপ অনুসরন করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে রবি এপ্স এ লগিন করুন, এবার এই এপ্স এর ড্যাশবোর্ড থেকে সহজেই রবি এমবি চেক সহ ব্যালান্স চেক, মিনিট চেক, করতে পারবেন, এবং আপনার রবি সিমের সমস্ত অফার ও আপনার রবি সিমের সকল সার্ভিস পরিচালনা করতে পারবেন, রবি এমবি চেক করতে এটিই সবচেয়ে সহজ মাধ্যম।
আশা করি এই আর্টিকেল থেকে রবি এমবি চেক কোড (Robi mb check code) সহ রবির সকল সার্ভিস কোড সম্পর্কে জানতে পেরেছেন, আমরা চেস্টা করি আপনাকে সঠিক ও আপডেট তথ্য দিয়ে সহায়তা করার জন্য, ”নতুন রবি এমবি চেক কোড (new robi mb check code) জেনে নিন” এই আর্টিকেল থেকে যদি আপনার সামান্য উপকার হয় তাহলেই আমাদের উদ্দেশ্য স্বার্থক হবে, এরকম আরো তথ্য পেতে নিয়মিত ভিজিট করুন সবার টেক, আর গুগল নিউজে আমাদেরকে ফলো করুন এইখানে চাপ দিয়ে, ধন্যবাদ সাথে থাকার জন্য।