আজকে আমরা teletalk gen z sim সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।এছাড়াও gen z package কি?,registration, call rate, sim offer এবং price আলোচনা করবো। তাই আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
teletalk gen z package কি
জুলাইয়ে ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ”জেনারেশন জি” বা ”জেন জি” দের অবদানের জন্য teletalk gen z package চালু করেছে বাংলাদেশের সরকারি টেলিকম কোম্পানি। এই প্যাকেজ কম মূল্যে আনলিমিটেড ডাটা ও এক বছর মেয়াদী বান্ডেল অফার রয়েছে। এছাড়াও চাকরিপ্রার্থীদের জন্য ১২ মাস ফ্রি অল জবস প্রিমিয়াম মেম্বারশিপের সুবিধাও দেওয়া হয়েছে। নতুন কোটা পদ্ধতি ২০২৪
gen z package উপভোগের জন্য গ্রাহককে গ্রাহকের জন্ম ১৯৯৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তারাই কেবল এই প্যাকেজে সুবিধা উপভোগ করতে পারবেন।
বর্তমানে teletalk gen z package এর সিমের মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। সিম কেনার পর বায়োমেট্রিক ভেরিফিকেশন হয়ে একটিভ হওয়ার সাথে সাথে গ্রাহকগণ ১৫ দিন মেয়াদে ফ্রী লোডেড ব্যালেন্স, পাঁচ টাকা সাত দিন মেয়াদে ফ্রী ১ জিবি ডাটা এবং ৭ দিন মেয়াদে ফ্রি ১০০ টি এসএমএস পাবে। তবে এ সেবাটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।
teletalk gen z sim registration
gen z sim registration করার জন্য এর নতুন গ্রাহক শুধুমাত্র টেলিটক কাষ্টমার কেয়ার থেকে সিম ক্রয় করে মাই টেলিটক অ্যাপ ডাউনলোড করে registration করার মাধ্যমে নতুন প্যাকেজের জন্য প্রযোজ্য অফারসমূহ উপভোগ করতে পারবে।
teletalk gen z sim call rate
gen z সিমের নতুন গ্রাহকগণ ১২ মাসের জন্য ফ্রি Alljobs Premium Membership সুবিধা উপভোগ করতে পারবে। ফ্রি Premium Membership সুবিধা গ্রহণ করার জন্য গ্রাহককে জেন-জি নম্বর দিয়ে মাই টেলিটক অ্যাপ থেকে alljobs.teletalk.com.bd এই address এ রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন করার ৭২ ঘন্টার মধ্যে ফ্রি সেবাটি চালু হয়ে যাবে।
teletalk gen z sim offer
মাই টেলিটক অ্যাপ ডাউনলোড করে registration করার মাধ্যমে গ্রাহক পাবে
- প্রি-লোডেট ব্যালেন্স : ৫ টাকা; মেয়াদ: ১৫ দিন।
- ফ্রি ডাটা ১ জিবি; মেয়াদ ৭ দিন।
- ফ্রি এসএমএস ১০০; মেয়াদ ৭ দিন।
- ডিফল্ট ট্যারিফ : ৫০ পয়সা/মিনিট।
- এসএমএস ট্যারিফ : বাংলাঃ ২৫ পয়সা এবং ইংরেজিঃ ৪০ পয়সা।
- ১ সেকেন্ড পালস্।
- পে-পার-ইউজ ১ টাকা/MB।
gen z sim offer নিচে দেওয়া হলো
অফার | মূল্য | মেয়াদ | শর্তাবলি |
২৫ জিবি | ২৮৩ টাকা | আনলিমিটেড | |
২৪ মিনিট+ ১০ এসএমএস | ১৮ টাকা | ৩৬৫ দিন | |
২ জিবি | ১৭ | ৭ দিন | ৭ দিনে একবার, মাসে সর্বোচ্চ ৪ বার। |
১ জিবি | ২১ | ৩০ দিন | |
৫ জিবি | ৪৭ | ৭ দিন | প্রথম ৩০ দিন গ্রাহক ৫ জিবির সাথে বোনাস ১ জিবি সহ মোট ৬ জিবি পাবে। |
১০ জিবি | ৭১ | ৭ দিন |
teletalk gen z sim price
gen z sim price ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দামে গ্রাহকগণ টেলিটক কাস্টমার কেয়ার থেকে জেন-জি সিম কিনে বিভিন্ন ধরনের অফার উপভোগ করতে পারবে।
teletalk gen z sim launch date
গত ২৪ সেপ্টেম্বর gen z sim চালু করা হয়েছে।
When is the Teletalk gen Z SIM launch date?
24 September 2024
What is teletalk gen z sim call rate?
50 paise /minute