মোবাইল নেটওয়ার্ক সেবা দানকারী প্রতিষ্ঠান। রবি গ্রাহকদের জন্য ০১৮ এই কোডটি সরকার কর্তৃক নির্ধারিত করে হয়েছে। অন্যান্য সিম কোম্পানি গুলোর মত রবিও তাদের গ্রাহকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি রবি সিমের নতুন গ্রাহকদের জন্য রবি কি কি সুযোগ সুবিধা দিয়েছে সে সম্পর্কে। আশা করি, আজকের এই আলোচনাটি আপনারা খুব ধৈর্য সহকারে পড়বেন।
টেলিটক বান্ডেল অফার ২০২৪ |Teletalk Bundle Offer Monthly
রবি নতুন সিমের অফার ২০২৪
অন্যান্য সিম কোম্পানির মত রবি সিম তাদের নতুন গ্রাহকদের জন্য বিভিন্ন অফারের ব্যবস্থা করে থাকে। আপনারা যারা রবির নতুন সিম কিনেছেন আজকের এই আলোচনাটি আপনাদের জন্য। কারণ আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন রবির নতুন সিমের ইন্টারনেট অফার, রবির নতুন সিমের অফার, রবির নতুন সিমের রিচার্জ অফার সম্পর্কে।
রবি নতুন সিমের ইন্টারনেট অফার
রবি নতুন সিম কিনলেই আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরণের ইন্টারনেট অফার। এই ইন্টারনেট অফার গুলো শুধু মাত্র নতুন সিমের গ্রাহকদের জন্যই সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে রবি নতুন সিমের বিভিন্ন ধরণের ইন্টারনেট অফার দেওয়া হল। আপনারা যদি রবির নতুন সিম ক্রয় ক্রয় করে থাকেন নিম্ন লিখিত ইন্টারনেট অফার গুলো উপভোগ করতে পারেন।
প্রথমবার ৮২ টাকা রিচার্জ করলে নতুন গ্রাহকগণ পেয়ে যাবেন,
- ৩ জিবি (২ জিবি+ ১ জিবি বিঞ্জ) ইন্টারনেট পাবেন, মেয়াদ মাত্র ৭ দিন।
- ৬০ মিনিট টকটাইম পাবেন, ৭ দিন মেয়াদ।
- যেকোনো নম্বরে ৬০ পয়সা/মিনিট, ৩০ দিন মেয়াদ।
- ৩০ দিনের জন্য পাবেন বিঞ্জ সাবস্ক্রিপশন।
প্রথমবার ৪২ টাকা প্রথমবার রিচার্জ করলে নতুন গ্রাহকগণ পেয়ে যাবেন,
- ২.৫ জিবি (১.৫ জিবি+ ১ জিবি বিঞ্জ) ইন্টারনেট, ৩০ দিন মেয়াদ।
- ৩০ মিনিট টকটাইম, ৭ দিন মেয়াদ।
- যেকোনো নম্বরে ৬০ পয়সা/মিনিট, ৩০ দিন মেয়াদ।
- বিঞ্জ সাবস্ক্রিপেশন পাবেন ৩০ দিন।
রবির নতুন সিমের রিচার্জ অফার
রবি নতুন সিম কিনলেই আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরণের রিচার্জ অফার। এই রিচার্জ অফার গুলো শুধু মাত্র নতুন সিমের গ্রাহকদের জন্যই সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে রবি নতুন সিমের বিভিন্ন ধরণের রিচার্জ অফার দেওয়া হল। আপনারা যদি রবির নতুন সিম ক্রয় করে থাকেন নিম্ন লিখিত রিচার্জ অফার গুলো উপভোগ করতে পারেন।
প্রথমবার ৪২ টাকা প্রথমবার রিচার্জ করলে নতুন গ্রাহকগণ পেয়ে যাবেন, যেকোনো নম্বরে ১ পয়সা/সেকেন্ড, ৩০ দিন মেয়াদ এবং ৩০ মিনিট টকটাইম, ৭ দিন মেয়াদ।
প্রথমবার ৮২ টাকা রিচার্জ করলে নতুন গ্রাহকগণ পেয়ে যাবেন, ৬০ মিনিট টকটাইম পাবেন,৭ দিন মেয়াদ এবং যেকোনো নম্বরে ৬০ পয়সা/মিনিট, ৩০ দিন মেয়াদ।
এবং প্রথমবার ৮২ অথবা ৪২ টাকা রিচার্জ করলে নতুন গ্রাহকগণ পেয়ে যাবেন ৩০ দিনের ফ্রি বিঞ্জ সাবস্ক্রিপশন।
প্রতি ১৫ দিনে একবার করে মোট ১২ মাস নতুন গ্রাহকগণ এসব সুবিধা উপভোগ করতে পারবেন।
রবি নতুন সিমের মিনিট অফার
রবি নতুন সিম কিনলেই আপনারা উপভোগ করতে পারবেন বিভিন্ন ধরণের মিনিট অফার। এই মিনিট অফার গুলো শুধু মাত্র নতুন সিমের গ্রাহকদের জন্যই সুযোগ করে দেওয়া হয়েছে। এখানে রবি নতুন সিমের বিভিন্ন ধরণের মিনিট অফার দেওয়া হল। আপনারা যদি রবির নতুন সিম ক্রয় করে থাকেন নিম্ন লিখিত মিনিট অফার গুলো উপভোগ করতে পারেন।
- রবি সিমের নতুন গ্রাহকগণ ৮২ টাকা রিচার্জ করলেই পেয়ে ৮০ মিনিট, ১৫ দিন মেয়াদ।
- রবি সিমের নতুন গ্রাহকগণ ৬০ টাকা রিচার্জ করলেই পেয়ে ৯০ মিনিট, ৭ দিন মেয়াদ।
মেইন অ্যাকাউন্ট ব্যালান্স জানতে ডায়াল করুন | *১# |
নিজস্ব মোবাইল নম্বর জানতে ডায়াল করুন | *২# |
বান্ডেল মিনিট জানতে ডায়াল করুন | *২২২*২# |
ইন্টারনেট জানতে ডায়াল করুন | *৩# |
Robi notun sim Offer শর্ত
- নতুন করে এই প্যাকেজে মাইগ্রেশন করলে সেক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে না।
- মাইগ্রেশনের পরে নতুন প্যাকেজেও যদি ডাটা প্যাক বিদ্যমান থাকে সে ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- রিচার্জ করার দিন থেকে মেয়াদ কাউন্ট করা শুরু হবে।
- ১৫% ভ্যাট, ১৫% এসডি এবং ১% এসসি কাটা হবে।
শেষ কথা Robi notun sim Offer
আশা করি রবি নতুন সিমের ইন্টারনেট অফার, মিনিট অফার, রিচার্জ অফার সম্পর্কে আপনাদের জানাতে পেরেছি। আপনারা যদি রবি নতুন সিমের গ্রাহক হয়ে থাকেন তাহলে উপরে উল্লেখিত সকল অফার উপভোগ করতে পারবেন। আপনাদের যদি রবি সিম সম্পর্কে আরো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের সকল উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।