০১৮ কোন সিম?/ 016 which operator in Bangladesh- আমাদের জীবনে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে মোবাইল অন্যতম। আর এই মোবাইল ব্যাবহারের জন্য আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির সিম ব্যবহার করে থাকি এবং প্রত্যেকটি কোম্পানির সিমের আলাদা আলাদা কোড রয়েছে, যার মাধ্যমে আমরা কোম্পানিগুলোকে আলাদা করতে পারি। এমনই একটি সিম কোম্পানি নিয়ে আমরা আলোচনা করব আপনারা অনেকেই google এ সার্চ দিয়ে থাকেন, ০১৮ কোন সিম? আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব। ০১৫ কোন সিম?
০১৮ কোন সিম?|018 কি নাম্বার-
০১৮ নাম্বারটি হলো রবি নাম্বার। ০১৮ এটি মূলত বাংলাদেশের অন্যতম বৃহৎ অপারেটিং কোম্পানি রবির কোড নাম্বার। এই কোড নাম্বার দিয়ে মূলত রবি নাম্বার অন্য অন্য কোম্পানির নাম্বার থেকে আলাদা করা যায়। যেকোনো রবি নাম্বার এর পূর্বে ০১৮কোডটি বসাতে হয়।
রবি সিমে ব্যালেন্স চেক-
রবি সিমে ব্যালেন্স চেক দেওয়ার জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *২২২# ডায়াল করুন। ডায়াল করার কিছুক্ষণ পর আপনি আপনার মোবাইলে রবি সিমের ব্যালেন্স দেখতে পারবেন।
রবি সিমে মিনিট চেক-
রবি সিমে মিনিট চেক করার জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *২২২*২# অথবা *২২২*৯# ডায়াল করুন। ডায়াল করার কিছুক্ষণ পর আপনি আপনার মোবাইলে রবি সিমের মিনিট দেখতে পারবেন।
রবি সিমে এমবি চেক-
রবি সিমে এমবি চেক করার জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *৩# অথবা *৮৪৪৪*৮৮# ডায়াল করুন। ডায়াল করার কিছুক্ষণ পর আপনি আপনার মোবাইলে রবি সিমের এমবি দেখতে পারবেন।
018 রবি সিমের নাম্বার বের করার নিয়ম
কোন কারনে রবি সিমের নাম্বার ভুলে গেলে, মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *১৪০*২*৪# ডায়াল করুন কিছুক্ষণ পর রবি সিমের নাম্বারটি দেখতে পাবেন।
রবি সিমের হেল্পলাইন বা কাস্টমার কেয়ার নাম্বার
গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সিম কোম্পানিগুলো কাস্টমার কেয়ারের সুবিধা করেছে। এসব কাস্টমার কেয়ারের মাধ্যমে গ্রাহকরা সিমের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকে। রবি সিমের কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে- ৭৮৬/১৫৮/১২১২
রবি সিমের FNF পদ্ধতি-
প্রিয়জনের সাথে কম খরচে বেশিক্ষণ কথা বলতে সিম কোম্পানিগুলোতে এফএনএফ পদ্ধতি রয়েছে। রবি সিমেও FNF করার সুবিধা রাখা হয়েছে এতে কম খরচে প্রিয়জনের সাথে কথা বলা যায়।*১৪০#করে ,যে নম্বরটি ফন্ফ করবেন সেই নম্বরটি ডায়াল করে পাঠিয়ে দিন ৮৩৬৩নম্বরে। ফিরতি ম্যাসেজ এ কনফার্ম করুন। রবি সিমের FNF পদ্ধতি- *১৪০# | Add ০১৮xxxxxxxxx send ৮৩৬৩ |