শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম ও উপবৃত্তি 2024

শিওর ক্যাশ একাউন্ট

আপনারা কি শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম ও উপবৃত্তি সম্পর্কে জানতে চান ? তাহলে আপনারা সঠিক জায়গায় প্রবেশ করেছেন। আজকের এই আলোচনায় আমরা শিওর ক্যাশ একাউন্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। সেলফিন একাউন্ট ডিলিট ও খোলার নিয়ম

তাই শিওর ক্যাশ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

শিওর ক্যাশ কি?

শিওর ক্যাশ ব্যাংক, এনজিও, মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইউটিলিটি কোম্পানি, মার্চেন্ট, বীমা প্রতিষ্ঠান ও সরকারের সংশ্লিষ্ট বিভাগ যেমন পেমেন্ট অনুমোদনকারী সংশ্লিষ্ট একটি হোস্ট মোবাইল ব্যাংকিং ও পেমেন্ট সেবা প্রদানের একটি মোবাইল আর্থিক পরিষেবা (MFS) নেটওয়ার্ক।

গত কয়েক বছরে বাংলাদেশে আর্থিক উন্নয়নের জন্য কয়েকটি মোবাইল ব্যাংকিং সেবা গড়ে উঠেছে। তাদের মধ্যে একটি হল রুপালী ব্যাংকের অধীনে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং পরিষেবা। শিওর ক্যাশ এর জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই সিওর ক্যাশ মানুষের আস্থা প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারের অধীনে রাষ্ট্রয়াত্ত চারটি ব্যাংক নিয়ে এই ডিজিটাল ব্যাংকিং সেবাটি গঠিত হয়। এই মুহূর্তে শিওর ক্যাশে প্রায় ২ কোটির বেশি গ্রাহক রয়েছে।

শিওর ক্যাশ এর মাধ্যমে সেন্ড মানি, টাকা উঠানো, টাকা পাঠানো, মোবাইল রিচার্জ করা, পৌরসভা বিল পরিশোধ, ক্রেডিট কার্ড বিল পে, ইউটিলিটি বিল, বিভিন্ন সরকারি বেসরকারি প্রণোদনা ,এডুকেশন পেমেন্ট ইত্যাদি ছাড়াও আরো বিভিন্ন ধরনের লেনদেন ঘরে বসেই করতে পারবেন। রকেট একাউন্ট খোলার নিয়ম

শিওর ক্যাশ কোন ব্যাংকের ?

শিওর ক্যাশ রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। যার পুরো নাম রূপালী ব্যাংক শিওর ক্যাশ। রূপালী ব্যাংক শিওর ক্যাশ এর মাধ্যমে সারাদেশে উপবৃত্তি, ভাতা বিতরণ, ভর্তুকি প্রদানসহ মোবাইল ব্যাংকিং এর আরো যাবতীয় বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে।

শিওর ক্যাশ একাউন্ট খোলার জন্য কি লাগবে?

অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা একাউন্ট খোলার জন্য যে সব নিয়ম ফলো করতে হয় ঠিক তেমনি শিওর ক্যাশ একাউন্ট খোলার জন্য সেসব নিয়ম ফলো করতে হবে শিওর ক্যাশ একাউন্ট খুলতে কিছু তথ্যের প্রয়োজন হয় এসব তথ্য যদি আপনার কাছে থাকে তাহলে শিওর ক্যাশ একাউন্ট আপনি সহজেই খুলতে পারবেন সেসব ইনফরমেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো:-

  • জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স।
  • আপনার সচল মোবাইল নাম্বার।
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি।
  • একটি স্মার্টফোন।



শিওর ক্যাশ একাউন্ট খোলার নিয়ম

শিওর ক্যাশ একাউন্ট খোলার জন্য প্রথমে গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে রূপালী ব্যাংকের শিউর ক্যাশ মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করুন।

শিওর ক্যাশ একাউন্ট

অ্যাপসটি ওপেন হলে নতুন একাউন্ট খুলুন এই অপশনটিতে ক্লিক করুন।

শিওর ক্যাশ একাউন্ট

নতুন একাউন্ট খুলুন এই অপশনটিতে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। তাই মোবাইল নাম্বারটি প্রদান করে আপনি পরবর্তী অপশনটিতে ক্লিক করুন।

শিওর ক্যাশ একাউন্ট

পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটি OTP চলে আসবে এবং OTP সাথে সাথে এটি জেনারেট হয়ে যাবে।

শিওর ক্যাশ একাউন্ট

এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের এবং পিছনের দুই পাশের দুটি স্পষ্ট ছবি তুলুন তারপর সবুজ টিক চিহ্ন বাটনে ক্লিক করুন।

শিওর ক্যাশ একাউন্ট

পিছনের অংশ

শিওর ক্যাশ একাউন্ট

ভোটার আইডি কার্ডের ছবি আপলোড করার পর আপনার সকল তথ্য ও ঠিকানা মোবাইল স্ক্রিনের সামনে চলে আসবে। যদি না আসে সে ক্ষেত্রে আপনি নিজে ঠিকানা বসিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।

শিওর ক্যাশ একাউন্ট

এরপর লিঙ্গ সিলেক্ট করুন এবং সাথে আরো কিছু তথ্য দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।

শিওর ক্যাশ একাউন্ট

এরপর আপনার একটি সেলফি তুলে সাবমিট করুন।

শিওর ক্যাশ একাউন্ট

এবার চার সংখ্যা বিশিষ্ট একটি স্ট্রং পিন সেট করুন এবং পিন বসিয়ে পিন সেট করুন বাটনে ক্লিক করুন।

শিওর ক্যাশ একাউন্ট

পরবর্তী ধাপে আপনাকে আপনার দেওয়া সকল তথ্য দেখানো হবে। উপরের সকল তথ্য সঠিক থাকলে টিক মার্ক দিয়ে ”উপরে সকল তথ্য সঠিক” বাটনে ক্লিক করুন।

শিওর ক্যাশ একাউন্ট

“অভিনন্দন আপনি সফলভাবে রূপালী ব্যাংক শিওর ক্যাশ একাউন্ট রেজিস্ট্রেশন করেছেন” এমন একটি Congratulation এসএমএস পেয়ে যাবেন। এই এসএমএসে আপনার Surecash Account Number নাম্বার দেয়া থাকবে।

শিওর ক্যাশ একাউন্ট

অ্যাপসে প্রবেশ করে অ্যাকাউন্ট নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে OTP ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। এরপর আপনার Rupali Bank SureCash একাউন্টে প্রবেশ করতে পারবেন।


শিওর ক্যাশ কোড

শিওর ক্যাশ এর কোড টি হল *457#। আপনার যদি রূপালী ব্যাংক শিউর ক্যাশ একাউন্ট থেকে থাকে, তাহলে আপনি এই কোডটি ডায়াল করে শিওর ক্যাশ একাউন্টে এন্টার করতে পারবেন।


শিওর ক্যাশ একাউন্ট চেক

আপনারা অনেকেই শিওর ক্যাশ একাউন্ট চেক কোড সম্পর্কে তেমন একটা অবহিত নন। তাই আপনারা শিওর ক্যাশের একাউন্ট চেক কোড লিখে গুগলে বিভিন্ন সময়ে সার্চ করেন। আপনাদের সুবিধার্থে শিওর ক্যাশের কোড নিচে দেওয়া হল।

  • জিপি সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *495#
  • রবি সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *495#
  • টেলিটক সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *375#
  • বাংলালিংক সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *495#
  • এয়ারটেল সিমের শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *257# অথবা *270#

শিওর ক্যাশ ব্যালেন্স চেক

শিওর ক্যাশ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে নিচে উল্লেখিত কোডগুলো নির্দিষ্ট অপারেটর থেকে ডায়াল করলে আপনার সামনে একটি পপআপ উইন্ডো ওপেন হবে। সেখান থেকে আপনি “ব্যালেন্স চেক” মেনুটি সিলেট করে আপনার একাউণ্টের ব্যালেন্স চেক করতে পারবেন।

  • জিপি সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *495#
  • রবি সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *495#
  • টেলিটক সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *375#
  • বাংলালিংক সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *495#
  • এয়ারটেল সিমের শিওর ক্যাশ একাউন্ট চেক করতে আপনার মোবাইলে ডায়াল করুন *257# অথবা *270#


শিওর ক্যাশ ক্যাশ আউট চার্জ

শিওর ক্যাশ একাউন্টে ক্যাশ আউট করার জন্য প্রতি হাজারে আঠারো টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রতি হাজারে আপনার ১৮ টাকা কেটে নেওয়া হবে। এর কোন ছাড় নেই।


শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম

উপরে উল্লেখিত কোড গুলো আপনার মোবাইল অপারেটর অনুযায়ী ডায়াল করলে, খুব সহজেই আপনার শিওর ক্যাশ একাউন্টের টাকা দেখতে পারবেন।


শিওর ক্যাশ টাকা তোলার নিয়ম

শিওর ক্যাশ একাউন্টে টাকা তোলার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হলো এজেন্ট থেকে টাকা তোলা। আপনার নিকটস্থ শিওর ক্যাশ এজেন্ট এর কাছে গিয়ে আপনার 12 ডিজিটের একাউন্ট নাম্বারটি দিন এবং কত টাকা উত্তোলন করতে চান তা এজেন্টকে জানান তবে সাবধান এজেন্টকে আপনার পিন নম্বরটি দিবেন না।

এরপর আপনার ফোনে একটি নোটিফিকেশন আসবে। সেখানে লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন আপনার টাকার পরিমান দেখাবে এবং শিওর ক্যাশ একাউন্টের পিন নাম্বার দিতে অনুরোধ করবে। সেই নোটিফিকেশনে আপনার পিন নাম্বারটি বসান। পিন নাম্বারটি বসানো হয়ে গেলে অটোমেটিক্যালি আপনার টাকা উত্তোলন হয়ে যাবে। এরপর আপনি আপনার শিওর ক্যাশ একাউন্টের এসএমএস চেক করে টাকার পরিমাণ দেখবেন। এজেন্টের কাছ থেকে টাকা বুঝে নিবেন।


শিওর ক্যাশ থেকে বিকাশ

শিওর ক্যাশ একাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার কোন অপশন নেই। রূপালী ব্যাংক কর্তৃপক্ষ এমন কোন সুবিধা এখনো চালু করেনি। আগামীতে এই সুবিধা চালু করলে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা আপডেটটি পেয়ে যাবেন।


শিওর ক্যাশ উপবৃত্তি

শিওর ক্যাশ এ মাধ্যমে বাংলাদেশে উপবৃত্তি টাকা শিক্ষার্থীদের পাঠানো হয়। গত কয়েকবছর ধরে সরকার শিওর ক্যাশ এর মাধ্যমে শিক্ষার্থীদের টাকা দিয়ে আসছে।


শিওর ক্যাশ কাস্টমার কেয়ার নাম্বার

আপনারা প্রায় শিওর ক্যাশ একাউন্ট সম্পর্কে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন কিন্তু আপনারা অনেকেই এই একাউন্টের সমস্যা সমাধান করার জন্য শিওর ক্যাশের হেল্প লাইন নাম্বার গুগলের সার্চ করে থাকেন। আপনাদের সুবিধার্থে নিচে শিওর ক্যাশ একাউন্টের হেল্পলাইন নাম্বারটি দেওয়া হলো। এই নাম্বারের মাধ্যমে আপনি যে কোন অপারেটরে কল দিয়ে শিওর ক্যাশ এর প্রতিনিধির সাথে আপনার সমস্যার কথা বলে, সমস্যাটি সমাধান করে নিতে পারেন।

শিওর ক্যাশ কাস্টমার কেয়ার নাম্বার :- ০৯ ৬১৪ ০১৬৪৯৫

এই নাম্বারটি সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে অর্থাৎ এই সময়ের ভিতরে আপনি যে কোন অপারেটর থেকে কল করে আপনার সমস্যা সমাধান করে নিতে পারেন।

শিওর ক্যাশ কাস্টমার কেয়ার নাম্বার কি ?

শিওর ক্যাশ কাস্টমার কেয়ার নাম্বার :- ০৯ ৬১৪ ০১৬৪৯৫

শিওর ক্যাশ ক্যাশ আউট চার্জ কত?

শিওর ক্যাশ একাউন্টে ক্যাশ আউট করার জন্য প্রতি হাজারে আঠারো টাকা চার্জ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রতি হাজারে আপনার ১৮ টাকা কেটে নেওয়া হবে।

শিওর ক্যাশ কোড কত?

শিওর ক্যাশ এর কোড টি হল *457#

শিওর ক্যাশ কোন ব্যাংকের ?

শিওর ক্যাশ রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *