আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রবি বন্ধ সিম সম্পর্কে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন রবি বন্ধ সিম কিভাবে চালু করতে হয়, এছাড়াও রবি বন্ধ সিম চালু করার অফার এবং অফার দেখার কোড সম্পর্কে। তাই আপনাদের সুবিধার জন্য আমরা এই পোস্টে বিস্তারিত আলোচনা করব। তাই আমাদের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
রবি বন্ধ সিম চালু করার নিয়ম
দীর্ঘদিন সিম কার্ড ব্যবহার না করার কারণে সিম বন্ধ হয়ে যায়। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে সহজেই বন্ধ রবি সিমটি চালু করা সম্ভব। এজন্য আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে আপনার রবি সিমটি আসলেই বন্ধ কিনা। তাই আপনার মোবাইল ফোনে সিমটি প্রবেশ করিয়ে দেখুন নেটওয়ার্ক বার দেখাচ্ছে কিনা যদি নেটওয়ার্ক বার দেখায় তাহলে বুঝবেন আপনার রবি সিমটি বন্ধ আছে। বাংলালিংক নতুন সিম অফার
রবি বন্ধ সিম চালু করতে 123 নাম্বারে কল করুন। এটি রবি কাস্টমার কেয়ারের নাম্বার। আপনি সরাসরি কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে পূরণ করে আপনার রবি বন্ধ সিমটি চালু করতে পারেন।
তাছাড়াও আপনি চাইলে রবি ওয়েবসাইটে লগইন করে চ্যাট সাপোর্টের মাধ্যমে তাদের সাহায্য নিতে পারেন অথবা মাই রবি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকেও সাহায্য নিতে পারেন।
রবি বন্ধ সিম অফার
রবি বন্ধ সিম চালু করলে কিছু গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা পাওয়া যায় এসব সুবিধাগুলো নিচে দেওয়া হল।
টাকা | সুবিধা | মেয়াদ | ডায়াল |
১৪৬ টাকা | ১০ জিবি + ১০০ মিনিট | ৩০ দিন | *২১২*৬৮০# |
২০৮ টাকা | ২৫ জিবি | ৩০ দিন | *২১২*৬৮৪# |
২৯৯ টাকা | ২৫ জিবি + ২০০ মিনিট | ৩০ দিন | *২১২*৬৮৫# |
শর্ত:-
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন * ৩#
মিনিট চেক করতে ডায়াল করুন দুই দুই স্টার আট *২২২*৮#
অফার চেক করার জন্য ডায়াল করুন *৮৮৮# বা *৮০৫০#
রবি বন্ধ সিম চেক করার নিয়ম
রবি বন্ধ সিম চালু করার পূর্বে নিশ্চিত হওয়া প্রয়োজন সিমটি আসলেই বন্ধ কিনা। রবি বন্ধ সিম চেক করার পদ্ধতি খুবই সহজ। এমনকি যে কোন বন্ধ সিম খুব সহজেই চেক করে বলে দেওয়া যায় সিমটি বন্ধ কিনা। রবি বন্ধ সিম চেক করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে সিমটি প্রবেশ করে ফোনটি চালু করুন। এরপর যদি সিমটি চালু থাকে তাহলে আপনার মোবাইলের স্ক্রিনে নেটওয়ার্ক বার দেখতে পাবেন। যদি নেটওয়ার্ক বার না দেখেন তাহলে বুঝবেন সিমটি বন্ধ আছে। টেলিটক বর্ণমালা সিমের অফার
রবি বন্ধ সিম অফার কোড
রবি বন্ধ সিম অফার কোড হল *৮৮৮# বা *৮০৫০#
রবি বন্ধ সিম ইন্টারনেট অফার ২০২৪
আপনারা অনেকেই রবি বন্ধ সিমের ইন্টারনেট অফার সম্পর্কে সঠিক তথ্য জানেন না। রবি বন্ধ সিম চালু করলে কি ধরনের অফার পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের মধ্যে সঠিক ধারণা নেই। এজন্য রবি ইন্টারনেট অফার সম্পর্কে নিচে একটি ধারণা দেওয়া হল।
- *২১২*৬৮০# নম্বরে ডায়াল করলে ১৪৬ টাকায় পাবেন ১০ জিবি ইন্টারনেট এবং ১০০ মিনিট , মেয়াদ ৩০দিন।
- *২১২*৬৮৪# নম্বরে ডায়াল করলে ২০৮ টাকায় পাবেন ২৫জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০দিন।
- *২১২*৬৮৫# নম্বরে ডায়াল করলে ২৯৯ টাকায় পাবেন ২৫ জিবি ইন্টারনেট এবং ২০০ মিনিট , মেয়াদ ৩০দিন।
এই অফারগুলো শুধুমাত্র রবি বন্ধ সিমের ক্ষেত্রে প্রযোজ্য। এই অফার গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যত খুশি ততবার সুবিধা নিতে পারবে । এছাড়াও *৮৮৮# বা *৮০৫০# ডায়াল করে গ্রাহক অফারগুলো তার জন্য প্রযোজ্য কিনা নিজেই যাচাই করতে পারবেন।
রবি বন্ধ সিমের অফার জানার কোড
রবি বন্ধ সিমের অফার চেক করার জন্য ডায়াল করুন *৮৮৮# বা *৮০৫০# । এর মাধ্যমে রবি বন্ধ সিমের সকল চালুকৃত অফার গুলো দেখে নিতে পারেন।