অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪ সালে নতুন নিয়মে বিকাশ অ্যাপ ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সমূহ বিস্তারিত দেখবো। আমাদের দেশে টাকা আদান-প্রদানের জন্য বিকাশ খুবই জনপ্রিয়। বিকাশ একাউন্ট খুব সহজেই খোলা যায় ঘরে বসে যে কেউ বিকাশ একাউন্ট খুলতে পারেন। ২০২৪ সালে কিভাবে ঘরে বসে অনলাইনে বিকাশ একাউন্ট খোলা যায় তা নিয়ে বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়

বিকাশ কি

বিকাশ হল মোবাইলের এক ধরনের ব্যাংকিং সিস্টেম যার মাধ্যমে সাধারণ মানুষ টাকা যোগ করা, টাকা পাঠানো, বিল দেওয়া নেওয়া, রেমিটেন্স ইত্যাদি সুবিধা পেয়ে থাকে। এটি ব্যবহার সহজ হওয় এর জনপ্রিয়তা অনেক। এতে কোনরকম ঝামেলা না থাকায় সাধারণ মানুষ সহজেই ব্যবহার করতে পারেন।

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম

অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার বেশ কিছু নিয়ম রয়েছে।

সরাসরি বিকাশ অফিস থেকে বিকাশ একাউন্ট খুলতে পারেন, তাছাড়া বিভিন্ন বিকাশ এজেন্ট থেকে অ্যাপ ছাড়া শুধু আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার মাধ্যমে খুব সহজে একটি বিকাশ একাউন্ট খুলতে পারেন।

এবং পাড়ার মহল্লায় যে ছোট ছোট বিকাশ এর দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকেও আপনি আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন দেয়ার মাধ্যমে একটি ফর্ম পুরণ করে,

আপনি সহজে একটি বিকাশ একাউন্ট খুলতে পারেন তাছাড়া বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার খোলা সম্ভব।

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সমূহ কি? তা এখন বিস্তৃতি দেখবো।আপনি চাইলে আপনার বাটন মোবাইল দিয়েও বিকাশ একাউন্ট খুলতে পারেন।তো বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলা খুব সহজ বাটন মোবাইল দিয়ে বিকাশ একাউন্ট খোলার জন্য প্রথমে কিছু বিষয় মনে রাখতে হবে।

আপনার এন আই ডি কার্ড দিয়ে যে সিমটি ক্রয় করেছেন সেই সিম থেকে আপনি বাটন মোবাইল দিয়েও বিকাশ একাউন্ট করতে পারেন। তো প্রথমে বাটন মোবাইলটি হাতে নিন এবং নিশ্চিত করুন যে সিমটি মোবাইলে রয়েছে তা আপনার NID কাৰ্ড দিয়ে রেজিষ্টেশন করা হয়েছে।

দ্বিতীয় আপনি আপনার মোবাইলে*২৪৭# ডায়াল করুন এবং পাঁচ সংখ্যার একটি পাসওয়ার্ড দিন পাসওয়ার্ডটি যেন একই সংখ্যা না হয় অথবা পরপর দুটি সংখ্যা যেন একই না হয় এরকমভাবে ইউনিক ৫ সংখ্যার একটি পাসওয়ার্ড সেট আপ করুন যা বিকাশ কোম্পানির বলে থাকে পিন সেটাপ বা পাসওয়ার্ড একই কথা।

এই কাজটা কমপ্লিট করার পরে আপনার একটি নতুন বিকাশ একাউন্ট খোলা হয়ে যাবে।

বিকাশ একাউন্ট কেন খোলা উচিত

আমাদের দৈনন্দিন জীবনে বিকাশের গুরুত্ব অনেক।

  • টাকা পাঠানো যায়।
  • টাকা উঠানো যায়।
  • টাকা জমা করা যায়।
  • মোবাইল রিচার্জ করা যায়।
  • কেনাকাটা করা যায়।
  • বিল দেওয়া নেওয়া যায়।

অ্যাপ ব্যবহার করে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আপনার মোবাইলে বিকাশ অ্যাপ ডাউনলোড করে এই বিকাশ অ্যাপ এর মাধ্যমে আপনি একটি বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনি কিভাবে ঘরে বসে মোবাইল বিকাশ অ্যাপ ব্যবহার করে একটি নিরাপদ বিকাশ একাউন্ট খুলবেন তার নিচে স্টেপ বাই স্টেপ বিস্তারিত দেখানো হলো।

বিকাশ অ্যাপ ডাউনলোড

প্লে স্টোর থেকে খুব সহজেই বিকাশ একাউন্ট ডাউনলোড করা যায়। প্লে স্টোরে গিয়ে বিকাশ লিখে সার্চ করলে প্রথমেই বিকাশ অ্যাপ টি শো হবে। সেখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে বিকাশ অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। এরপর ইন্সটল বাটনে ক্লিক করতে হবে। ইন্সটল হয়ে গেলে আপনি বিকাশ অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

বিকাশ একাউন্ট খুলতে কি কি প্রয়োজন

  • একটি স্মার্টফোন।
  • ইন্টারনেট কানেকশন।
  • জাতীয় পরিচয়পত্র (NID)।

নিজে নিজে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

প্রথমে ”log in /Registration” বাটন ক্লিক করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

নাম্বার প্রদান করুন এবং ক্লিক করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

নাম্বারটির অপারেটর সিলেক্ট করে ক্লিক করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

পরবর্তীতে নাম্বারটি যাচাই করার জন্য OTP পাঠানো হবে, অবশ্যই সিমটি একটিভ থাকতে হবে

কোড আসলে ”কনফার্ম করুন” এ ক্লিক করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

এরপর জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি তুলে ”সাবমিট বাটনে” ক্লিক করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

এরপর জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশের ছবি তুলে ”সাবমিট বাটন” ক্লিক করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আপনার NID এর তথ্য যাচাই করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

আনুমানিক মাসিক আয়, আয় এর উৎস, পেশা, লিঙ্গের সঠিক তথ্য দিয়ে এগিয়ে যান।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

এর পর মুখে সেলফি তুলে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে সাহায্য করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

অতঃপর সাবমিট করুন।

আপনাকে কনফার্মেশন এসএমএস পাঠানো হবে।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

বিকাশ অ্যাপ এ প্রবেশ করে ”লগ ইন/রেজিস্ট্রেশন” বাটনে ক্লিক করুন।

নাম্বারটি প্রদান করুন।

অপারেটর সিলেক্ট করুন।

এরপর এস এম এস এ প্রাপ্ত কোড প্রদান করুন।

নতুন অ্যাকাউন্টের জন্য পিন সেট করুন।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম

এরপর লগইন করুন।

এবার আপনি যেকোনো লেনদেন করতে পারবেন।

বিকাশ এজেন্ট হতে কি কি প্রয়োজন?

বিকাশ এজেন্ট হতে হলে নিম্নলিখিত কিছু তথ্যের প্রয়োজন।

  1. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
  2. জাতীয় পরিচয়পত্র।
  3. ট্রেড লাইসেন্স।
  4. ব্যবসায় প্রতিষ্ঠানের  ঠিকানা।
  5. যোগাযোগের  ঠিকানা।

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

উপরে উল্লেখিত তথ্যগুলো সংগ্রহ করে কাস্টমার কেয়ারে উপস্থিত হতে হবে এবং সেখানে ফরম পূরণের মাধ্যমে এজেন্ট হওয়ার জন্য আবেদন করতে হবে। এছাড়াও বিকাশ এজেন্ট হওয়ার জন্য অনলাইনে আবেদন করা যায়।

গুরুত্বপূর্ণ কিছু কথা

১৮ বছরের অধিক যাদের এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট আছে তারাই শুধু বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

একটি এনআইডি কার্ডের মাধ্যমে শুধুমাত্র একটি বিকাশ একাউন্ট খোলা যায়।

বিকাশ একাউন্ট খোলার জন্য কোন ধরনের ব্যাংক একাউন্টের প্রয়োজন পড়ে না।

বিকাশের পিন নাম্বার ভুলে গেলে নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করাই শ্রেয়।

বিকাশ একাউন্ট খুলতে কোন খরচ লাগে না বিনামূল্যে বিকাশ একাউন্ট খোলা যায়।

সতর্কতা মূলক কিছু কথা

বিকাশ একাউন্ট যাদের রয়েছে তাদেরকে মাঝে মাঝে বিভিন্ন প্রতারক চক্ররা ফোন করে বিকাশ একাউন্টের বিভিন্ন ইনফরমেশন জানতে চাইবে কিন্তু বিকাশ অফিস থেকে কখনোই কোন বিকাশ ব্যবহারকারীকে ফোন করে কোন ইনফরমেশন চাওয়া হয় না এটা আপনার মনে রাখতে হবে।

বিভিন্ন সময় আপনাকে ফোন করে বিকাশ অফ প্রতারক চক্ররা বলবে আমি বিকাশ অফিসে থেকে বলছি।আপনার বিকাশ একাউন্টে কিছু সমস্যা হয়েছে “এই সমস্যা হয়েছে” ওই সমস্যা হয়েছে” actually তারা হচ্ছে প্রতারক চক্র তারা আপনার সমস্যা গুলো সমাধান করার কথা বলে আপনার কাছে একটি ছয় ডিজিটের পিন কোড চাওয়া হবে যে পিন কোড টি তারাই আপনার মোবাইল পাঠিয়েছে আপনার একাউন্ট টি হ্যাক করার জন্য।

তো কখনোই আপনার এই কোডটি দেওয়া উচিত হবে না। এই কোডটি যদি আপনি কাউকে ফোনে বলে দেন তাহলে আপনার বিকাশের সকল টাকা তারা চুরি করে নিয়ে যাবে।

সেজন্য আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে যে কেউ যদি আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার চায় তাহলে বুঝবেন তারা অবশ্যই এক নাম্বার বাটপার বা প্রতারক কারণ বিকাশ অফিস থেকে কখনোই আপনার কাছে কোড বা পিন নাম্বার চাওয়া হবে না কথাটি ভালোকরে মনে রাখতে হবে।

One Comment on “অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *