বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

প্রিয় পাঠক আজকে আমরা আলোচনা করব, বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম। আপনারা অনেকেই গুগলে সার্চ দিয়ে থাকেন, বাটন ফোনে কিভাবে উপায় একাউন্ট খুলতে হয়। তাই নিয়ে আজকে আমাদের আলোচনা। আশা করি ধৈর্য সহকারে পুরো আলোচনাটি পড়বেন।

অনলাইনে বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায়ে একাউন্ট খুলতে হলে প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে * ২৬৮# ডায়াল করতে হবে। এরপর আপনার মোবাইলে ব্যবহারকৃত সিম অপারেটর থেকে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য সংগ্রহ করার অনুমতি প্রদান করতে হবে।

“নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়? বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম

তারপর উপায় থেকে আপনাকে চার সংখ্যার একটি পিন নাম্বার দিতে হবে। ওই পিন নাম্বার আপনাকে সেট করতে হবে। এভাবেই বাটন ফোন দিয়ে আপনি উপায়ে একাউন্ট খুলতে পারবেন।আপনি চাইলেই পরে এই পিন নাম্বারটি নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন।

নিচে আরও বিস্তারিতভাবে আলোচনা করব।

প্রথমেই আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *২৬৮# ডায়াল করুন।

প্রথমেই আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *২৬৮# ডায়াল করুন

এরপর আপনার কাছে এমন একটি ইন্টারপেজ আসবে। যেখানে উপায় আপনার ব্যবহারকৃত সিম অপারেটর এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহের জন্য আপনার কাছে অনুমতি চাইবে। আপনি যদি জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে চান তাহলে আপনাকে YES অর্থাৎ 1 লিখে সেন্ড করতে হবে। অথবা আপনি যদি জাতীয় পরিচয়পত্রের তথ্য না দিতে চান তাহলে আপনি NO অর্থাৎ2 লিখে সেন্ড করে দিতে পারেন।

পরবর্তীতে ঝামেলা এড়ানোর জন্য আপনি YES অর্থাৎ 1 লিখে সেন্ড করতে পারেন। এতে আপনার পরবর্তীতে কষ্ট করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখতে হবে না।

পরবর্তীতে ঝামেলা এড়ানোর জন্য আপনি YES অর্থাৎ 1 লিখে সেন্ড করতে পারেন। এতে আপনার পরবর্তীতে কষ্ট করে জাতীয় পরিচয় পত্রের নাম্বার লিখতে হবে না।

এরপর আপনার রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনাকে কিছুক্ষণ কনফার্মেশন করার জন্য অপেক্ষা করতে বলবে। আপনি ”OK” বাটন ক্লিক করে এগিয়ে যান।

এরপর আপনার রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যাবে এবং আপনাকে কিছুক্ষণ কনফার্মেশন করার জন্য অপেক্ষা করতে বলবে। আপনি ''OK'' বাটন ক্লিক করে এগিয়ে যান।

এরপর আপনার মোবাইলে মেসেজ এর মাধ্যমে চার সংখ্যার একটি টেম্পোরারি পিন নাম্বার পাঠাবে। এই চার সংখ্যার টেম্পোরারি পিন নাম্বারটি আপনাকে সেট করতে হবে। তবে মনে রাখতে হবে এই পিন নাম্বারটির মেয়াদ মাত্র ২৪ঘন্টা। ২৪ ঘন্টার ভিতরে এই চার সংখ্যার টেম্পোরারি পিন নাম্বারটি ব্যবহার না করলে, আপনার অ্যাকাউন্ট চালু হবে না। সে ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে একাউন্ট খুলতে হবে।

এরপর আপনার মোবাইলে মেসেজ এর মাধ্যমে চার সংখ্যার একটি টেম্পোরারি পিন নাম্বার পাঠাবে। এই চার সংখ্যার টেম্পোরারি পিন নাম্বারটি আপনাকে সেট করতে হবে। তবে মনে রাখতে হবে এই পিন নাম্বারটির মেয়াদ মাত্র ২৪ঘন্টা। ২৪ ঘন্টার ভিতরে এই চার সংখ্যার টেম্পোরারি পিন নাম্বারটি ব্যবহার না করলে, আপনার অ্যাকাউন্ট চালু হবে না। সে ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে একাউন্ট খুলতে হবে।

আবার মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে স্টার ২৬৮# ডায়াল করুন।

আবার মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে স্টার ২৬৮# ডায়াল করুন।

এরপর উপায় থেকে পাঠানো চার সংখ্যার টেম্পোরারি পিন নাম্বারটি সেট করুন এবং ”SEND” অপশনে ক্লিক করুন।

এরপর উপায় থেকে পাঠানো চার সংখ্যার টেম্পোরারি পিন নাম্বারটি সেট করুন এবং ''SEND'' অপশনে ক্লিক করুন।

এরপর আপনার সামনে নতুন পিন সেট করার ইন্টারপেজ চলে আসবে। আপনি আপনার মন মত পিন সেট করতে পারেন। কিন্তু আপনার পিন নাম্বারটি অবশ্যই চার সংখ্যার কম হতে পারবেনা। আপনি এমন একটি পিন সেট করবেন যেটা আপনার মনে থাকবে।নতুন পিন নাম্বার দিয়ে ”SEND” অপশনে ক্লিক করুন।

এরপর আপনার সামনে নতুন পিন সেট করার ইন্টারপেজ চলে আসবে। আপনি আপনার মন মত পিন সেট করতে পারেন। কিন্তু আপনার পিন নাম্বারটি অবশ্যই চার সংখ্যার কম হতে পারবেনা। আপনি এমন একটি পিন সেট করবেন যেটা আপনার মনে থাকবে।নতুন পিন নাম্বার দিয়ে ''SEND'' অপশনে ক্লিক করুন।

এরপর আপনার অ্যাকাউন্টটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।আপনি উপায়ের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। যেমন- টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট ইত্যাদি।

এরপর আপনার অ্যাকাউন্টটি ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে।আপনি উপায়ের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারেন। যেমন- টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট ইত্যাদি।

এইভাবে খুব সহজে আপনি ঘরে বসে বাটন মোবাইলে উপায় একাউন্ট খুলতে পারেন। এখান থেকে আপনি উপায়ে অনেক সুযোগ সুবিধা নিতে পারেন। উপায় এর আরো কিছু বিশেষ সুযোগ সুবিধা রয়েছে যেগুলো আপনি ফেস ভেরিফিকেশন করার মাধ্যমে পেতে পারেন।

ফেস ভেরিফিকেশন করার জন্য আপনাকে উপায়ে অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপ থেকে ফেস ভেরিফিকেশন করলে আপনি বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পারেন।

উপায় একাউন্ট রেফার বোনাস

অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ এর মত উপায় এ অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। উপায় অ্যাকাউন্ট খুললেই ৫০ টাকা বোনাস পাওয়া যায়। এছাড়াও রেজিস্ট্রেশন ও অ্যাপ ডাউনলোড করলে সর্বোচ্চ ৪৫০ টাকা সহ ১ জিবি ইন্টারনেট বোনাস পাওয়া যায়।

উপায় একাউন্ট এর সুবিধা

উপায় মূলত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। যার মাধ্যমে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন লেনদেন করে থাকে। ইতিমধ্যে উপায়ে অনেক গ্রাহক রয়েছে যারা উপায়ে ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন এখন আমরা সেসব সুযোগ সুবিধা সম্পর্কে নিচে আলোচনা করব।

  • ক্যাশ ইন:- অনেকগুলো পদ্ধতিতে উপায় একাউন্টে ক্যাশ ইন করা যায়। উপায় একাউন্টে সাধারণত ব্যাংকের মাধ্যমে ক্যাশ ইন করা সম্ভব। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বাদে অন্য ব্যাংকের মাধ্যমেও ক্যাশ ইন করা সম্ভব। এছাড়া উপায়ে এজেন্ট এর কাছে গিয়েও ক্যাশ ইন করা যায়।
  • ক্যাশ আউট:-উপায়ের ক্যাশ ইন এর মত ক্যাশ আউটে ও অনেকগুলো পদ্ধতি রয়েছে। উপায়ে ক্যাশ আউট করার জন্য এজেন্টের কাছ থেকেও ক্যাশ আউট করা যাবে। ব্যাংক একাউন্টের মাধ্যমে ক্যাশ আউট করা যায় অথবা এটিএম বুথে গিয়েও ক্যাশ আউট করা সম্ভব। আবার মোবাইলে ডায়াল অপশন এ গিয়ে*২৬৮# ব্যবহার করেও ক্যাশ আউট করা সম্ভব করা যায়।
  • মোবাইল রিচার্জ:- উপায়ে মোবাইল রিচার্জ করার জন্য মোবাইল ডায়াল লিস্টে গিয়ে *২৬৮# ডায়াল এর মাধ্যমে মোবাইল রিচার্জ করা যায়।
  • বিল পেমেন্ট:-উপায়ে একাউন্ট এর মাধ্যমে বিভিন্ন ধরনের বিল যেমন কারেন্ট বিল গ্যাস বিল ইন্টারনেট বিল ইত্যাদি বিল পরিশোধ করা যায়।

উপায় পিন নম্বর পরিবর্তনের পদ্ধতি

উপায় একাউন্ট পরিচালনা করার জন্য ৪ সংখ্যার একটি পিন নাম্বার প্রয়োজন হয়। এই ৪ সংখ্যার পিন নাম্বার দিয়ে একাউন্টে টাকা লেনদেন করা যায়। অনেক সময় কারণবশত এই পিন নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হয়। উপায় একাউন্টের পিন পরিবর্তনের পদ্ধতি নিচে আলোচনা করা হলো।

  1. প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে যান। তারপর স্টার ২৬৮# ডায়াল করুন।
  2. ”My Upai” অপশন ক্লিক করুন।
  3. আপনার পুরাতন পিন নাম্বারটি দিন।
  4. নতুন পিন নাম্বারটি এড করুন।
  5. নতুন পিন নাম্বারটি কনফার্মেশন এর জন্য পুনরায় নতুন পিন নাম্বারটি এড করুন।

তারপর আপনার পিন নাম্বারটি সফলতার সাথে পরিবর্তন হয়ে যাবে।

উপায় একাউন্ট পিন ভুলে গেলে করনীয়

উপায়ে একাউন্টের উপায়ে একাউন্টের পিন কোড ভুলে গেলে সহজেই এর পিন নাম্বারটি পরিবর্তন করা যায়

  1. প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে যান। তারপর স্টার ২৬৮# ডায়াল করুন।
  2. ”RESET PIN” অপশন ক্লিক করুন।
  3. নতুন পিন নাম্বারটি এড করুন।
  4. তারপর আপনার পিন নাম্বারটি সফলতার সাথে পরিবর্তন হয়ে যাবে।

রিসেট পিন দেওয়ার পর ও যদি আপনার পিন নাম্বারটি পরিবর্তন না হয়, তাহলে নিকটস্থ উপায় কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।

উপায় একাউন্ট বন্ধ করার নিয়ম

কোন কারণবশত উপায় একাউন্ট বন্ধ করার প্রয়োজন হলে, প্রথমে আপনার একাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে। ব্যালেন্স শূন্য করতে না পারলে, আপনি কখনোই আপনার উপায় অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন না। তাই উপায় অ্যাকাউন্ট বন্ধ করতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার একাউন্টের ব্যালেন্স শূন্য করতে হবে।

আপনি যে তথ্যগুলো দিয়ে উপায়ে একাউন্ট খুলেছেন যেমন এন আই ডি কার্ড বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

মনে রাখবেন উপায় অ্যাকাউন্ট ঘরে বসে খোলা গেলেও একাউন্ট বন্ধ করার জন্য কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হয়।

শেষ কথা

আশা করি বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে, আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি । আপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *