টেলিটক বন্ধ সিমের অফার ২০২৫

টেলিটক বন্ধ সিমের অফার

আজকে আমরা টেলিটক বন্ধ সিমের অফার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই জানতে চেয়েছেন টেলিটক বন্ধ সিম চেক, বন্ধ সিম চালু অফার, বন্ধ সিম চালু করার উপায় ইত্যাদি সম্পর্কে। তাই টেলিটক বন্ধ সিম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

টেলিটক বন্ধ সিমের অফার

বাংলাদেশের প্রথম এবং একমাত্র সিম টেলিটক। এটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি সিম। সকল ধরনের সরকারি লেনদেন কাজকর্ম এই সিমের মাধ্যমে করা হয় বলে এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তাই বাংলাদেশের বেশিরভাগ মানুষের কাছেই এই সিমটি রয়েছে কিন্তু অনেকেই এই টেলিটক সিম রেগুলার ব্যবহার করেন না। তাই সিমটি অনেক সময় বন্ধ থাকে। টেলিটক কোম্পানি এই বন্ধ সিম চালু করার জন্য কিছু আকর্ষণীয় অফারের ব্যবস্থা করেছে। টেলিটক বন্ধ সিম চালু করলেই আপনি এসব অফার গুলো উপভোগ করতে পারবেন। টেলিটক বর্ণমালা সিমের অফার 

  • বন্ধ সিম চালু করার সাথে সাথে পেয়ে যাবেন ফ্রি ২ জিবি ডাটা। যার ৭ দিন মেয়াদ।
  • বন্ধ সিমের গ্রাহকরা ১০ বা তার অধিক যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করে *১১১*২০২০# ডায়াল করলেই পাচ্ছেন ২ জিবি ডাটা, মেয়াদ ৭ দিন এবং ৯০ দিনের জন্য ৪৫ পয়সা/ মিনিট কলরেট সুবিধা।
  • *১১১*২১# নাম্বারে ডায়াল করলে ২১ টাকা রিচার্জে পাবেন ১ জিবি ইন্টারনেট। যত খুশি ততবার। মেয়াদ ৩০দিন।
  • *১১১*৪৩# নাম্বারে ডায়াল করলে ৪৩ টাকা রিচার্জে পাবেন ৪ জিবি ইন্টারনেট ও ৪০ মিনিট। যত খুশি ততবার। মেয়াদ ৭দিন।
  • *১১১*১০৯# নাম্বারে ডায়াল করলে ১০৯ টাকা রিচার্জে পাবেন ৫ জিবি ইন্টারনেট ও ১০০ মিনিট। যত খুশি ততবার। মেয়াদ ৭দিন।
  • *১১১*২৩# নাম্বারে ডায়াল করলে ২৩ টাকা রিচার্জে পাবেন ফ্রি ২৩ মিনিট (অননেট), ২৩ এসএমএস (অননেট) এবং ৩০ এমবি ইন্টারনেট, মেয়াদ ৩দিন।
  • *১১১*৪৫# ডায়াল করলে পাবেন ৪৫ পয়সা/মিনিট।

এই অফার সমূহ শুধুমাত্র টেলিটক ব্যবহারকারী গ্রাহকদের জন্য প্রযোজ্য। অন্য অপারেটর ব্যবহার কারীদের ক্ষেত্রে এই অফার কার্যকর নয়। বাংলালিংক নতুন সিম অফার

টেলিটক বন্ধ সিম চালু করার উপায়

টেলিটক সিম একটিভ করার নিয়ম হলো দীর্ঘদিন টেলিটক সিম কার্ড ব্যবহার না করার কারণে সিম বন্ধ হয়ে যায়। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করলে সহজেই বন্ধ টেলিটক সিমটি চালু করা সম্ভব। এজন্য আপনাকে প্রথমে নিশ্চিত হতে হবে আপনার টেলিটক সিমটি আসলেই বন্ধ কিনা। তাই আপনার মোবাইল ফোনে সিমটি প্রবেশ করিয়ে দেখুন নেটওয়ার্ক বার দেখাচ্ছে কিনা যদি নেটওয়ার্ক বার দেখায় তাহলে বুঝবেন আপনার টেলিটক সিমটি বন্ধ আছে।

টেলিটক বন্ধ সিম চালু করতে কল করুন হেল্প লাইন নম্বর : -হেল্প লাইন ( টেলিচার্জ ) : ৮৫২ -হেল্প লাইন ( কর্পোরেট ) : ২৬৭, ০১৫৫০১৬৮৩০৩-৪ -আপনি যদি অন্য কোনো অপারেটরের নম্বর ব্যবহার করেন তাহলে ০১৫০০১২১১২১-৯ নম্বরে কল করুন (অপারেটরের চার্জ প্রযোজ্য)।

টেলিটক বন্ধ সিম চালু অফার

অন্যান্য সিম কোম্পানির মতো টেলিটক তার গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। বাকি সব অপারেটরের মতো টেলিটক বন্ধ সিমের কিছু অফার রয়েছে যা গ্রাহকগণ সহজেই সুলভ মূল্যে ব্যবহার করতে পারে। সেসব অফার গুলো নিজে তালিকা করে প্রকাশ করা হলো।

টাকাসুবিধামেয়াদডায়াল
২১ টাকা১ জিবি৩০ দিন*১১১*২১#
৪৩ টাকা৪ জিবি ৭ দিন*১১১*৪৩#
১০৯ টাকা৫ জিবি ৭ দিন*১১১*১০৯#
২৩ টাকা২৩ মিনিট (অননেট)+ ২৩ এসএমএস (অননেট) + ৩০ এমবি ইন্টারনেট*১১১*২৩#
৪৫ পয়সা/মিনিট*১১১*৪৫#
টেলিটক বন্ধ সিম অফার

টেলিটক বন্ধ সিম চেক

টেলিটক বন্ধ সিম চেক করা খুবই সহজ। যে কেউ খুব সহজে বন্ধ সিম চেক করতে পারে। প্রথমে আপনার ফোনে সিমটি প্রবেশ করিয়ে ফোনটি চালু করুন। এরপর আপনার ফোনে নেটওয়ার্ক আছে কিনা দেখুন। নেটওয়ার্ক না থাকলে বুজে নিন আপনার টেলিটক সিমটি বন্ধ।

টেলিটক সিম বন্ধ করার নিয়ম

বর্তমানে অনেকের কাছে অতিরিক্ত টেলিটক সিম থাকে, যা একসাথে ব্যবহার করা অসম্ভব। তাই সিম গুলো সিম বন্ধ করার প্রয়োজন পড়ে। টেলিটক সিম বন্ধ করার জন্য দুইটি পদ্ধতি অবলম্বন করা যায়। এই দুইটি পদ্ধতির মাধ্যমে যেকোনো টেলিটক সিম বন্ধ করতে পারেন। প্রথম পদ্ধতি হলো সরাসরি টেলিটক কাস্টমার কেয়ারে এন আই ডি কার্ড নিয়ে উপস্থিত হওয়া। সেখানে দায়িত্বরত কর্মকর্তা বিভিন্ন আপনার বিভিন্ন তথ্যের মাধ্যমে সিমের মালিকানা নিশ্চিত করবে তারপর আপনার সিমটি বন্ধ করতে সমর্থ হবে।
এছাড়াও দ্বিতীয় পদ্ধতি হলো সরাসরি টেলিটক কাস্টমার কেয়ারে ফোন করার মাধ্যমে টেলিটক বন্ধ করা যায়। এক্ষেত্রে তারা আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে প্রশ্নগুলো সঠিক উত্তরের মাধ্যমে তারা আপনার সিমের মালিকানা যাচাইয়ের মাধ্যমে আপনার সম্মতিক্রমে টেলিটক সিমটি বন্ধ করে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *