জিপি বন্ধ সিম অফার ২০২৪ চেক কোড

জিপি বন্ধ সিম অফার

আজকে আমরা জিপি বন্ধ সিম সম্পর্কে আলোচনা করব। আপনারা অনেকেই জিপি বন্ধ সিম সম্পর্কে জানতে চান। এছাড়াও গ্রামীনফোন বন্ধ সিম অফার, বন্ধ সিম চালু করার নিয়ম, বন্ধ সিমের অফার চেক কোড, বন্ধ সিম চালু করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে চান তাই আপনাদের সুবিধার্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

জিপি বন্ধ সিম অফার ২০২৪

আপনারা অনেকেই গ্রামীণফোন এর সিম ব্যবহার করেন এবং অনেক সময় জিপি সিম বন্ধ করার প্রয়োজন পড়ে। অনেকেই এই সিম অনেকদিন বন্ধ রাখেন। আপনারা জানেন না যে জিপি বন্ধ সিম পুনরায় চালু করলে অনেক অফার রয়েছে, যে অফার গুলো শুধুমাত্র পুনরায় সিম বন্ধ সিম চালু করলে পাওয়া যায়। টেলিটক বর্ণমালা অফার ২০২৪

  • *১২১*৫১৮১# নম্বরে ডায়াল করলে ৯৪ টাকায় পাবেন ৮ জিবি ইন্টারনেট, মেয়াদ ৭ দিন।
  • *১২১*৫০৭৬# নম্বরে ডায়াল করলে ১১৮ টাকায় পাবেন ১৮০ মিনিট, ৩০ দিন মেয়াদ।
  • *১২১*৫০২৮# নম্বরে ডায়াল করলে ১৯৪ টাকায় পাবেন ১২ জিবি ইন্টারনেট , ৩০ দিন মেয়াদ।
  • *১২১*৫২৫৮# নম্বরে ডায়াল করলে ২৮৭টাকায় পাবেন ১৫জিবি ইন্টারনেট এবং ১৫০ মিনিট , ৩০ দিন মেয়াদ।

এই অফারগুলো শুধুমাত্র জিপি বন্ধ সিমের ক্ষেত্রে প্রযোজ্য। এই অফার গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে যত খুশি ততবার গ্রাহকগণ এর সুবিধা নিতে পারবে। স্কিটো গ্রাহকদের জন্য এই অফারটি প্রযোজ্য হবে না। এছাড়াও ১২১৫৫৫৫# ডায়াল করে গ্রাহক অফারগুলো তার জন্য প্রযোজ্য কিনা নিজেই যাচাই করতে পারবেন। বাংলালিংক নতুন সিম অফার

জিপি বন্ধ সিম চালু করার নিয়ম

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জিপি সিম বন্ধ রাখেন। এরপর কিছুদিন পর সিম চালু করলে তা আর চালু হয় না। এই বন্ধ সিম চালু করার জন্য কিছু সহজ পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই বন্ধ সিম চালু করা সম্ভব। এর জন্য আপনাকে নির্দিষ্ট সিম কোম্পানির কাস্টমার কেয়ারে আপনার জাতীয় পরিচয় পত্র নিয়ে উপস্থিত হলে খুব সহজে আপনি আপনার বন্ধ সিম চালু করতে পারবেন।

জিপি বন্ধ সিম অফার চেক কোড

আপনারা অনেকেই জিপি বন্ধ সিম অফার সম্পর্কে সঠিক তথ্য জানেননা। জিপি বন্ধ সিম চালু করলে নির্দিষ্ট কি ধরনের অফার পাওয়া যায় সে সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে বন্ধ সিম চালু করার সঠিক ব্যবহার সম্পর্কে আপনারা অবহিত নন। এর জন্য গ্রামীণফোন কোম্পানি বন্ধ সিম চালু করলে করার অফার গুলো সম্পর্কে গ্রাহকদের অবহিত করার জন্য পদক্ষেপ নিয়েছে।

জিপি বন্ধ সিম অফার চেক কোড হলো : *১২১*৫৫৫৫#

এই কোডটি ডায়াল করে গ্রাহক নিজেই যাচাই করতে পারবেন অফারগুলো তার জন্য প্রযোজ্য কিনা।

শেষ কথা

জি পি বন্ধ সিম চালু করার জন্য গ্রামীণফোন কোম্পানি বিভিন্ন অফার করে থাকে। এই অফার গুলো অনেক সময় বিভিন্ন কারণে পরিবর্তন করার প্রয়োজন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *