এয়ারটেল বন্ধ সিম চালু করার নিয়ম 2025

এয়ারটেল-বন্ধ-সিম-চালু-করার-নিয়ম-2025

(এয়ারটেল বন্ধ সিম চালু করার নিয়ম 2025) আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভাল আছেন এবং সবাই জানতে চেয়েছেন একটি এয়ারটেল বন্ধ সিম কিভাবে চালু করবো এবং ব্যবহার করবো। চলুন তাহলে আমরা জেনে নেই কিভাবে একটি এয়ারটেল বন্ধ সিম চালু করা যায়।

টেলিটক বন্ধ সিমের অফার ২০২৫

এয়ারটেল বন্ধ সিম আমরা কিভাবে খুলবো

প্রথমত দোকানের এজেন্ট আপনাকে একটি সক্রিয়নকারী ফর্ম প্রদান করিবে।উক্ত ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে এবং দোকানের এজেন্টের নিকট ফর্মটি জমা দিতে হবে।অতঃপর সিম কার্ডটি সক্রিয় করার জন্য আপনার ঠিকানা ও ভোটার আইডি কার্ডের ফটোকপি প্রমাণসহ জমা দিতে হবে।কিছু সময় পর আপনি এয়ারটেল থেকে একটি নিশ্চিতকরণ কল পাবেন। (এয়ারটেল ওয়েবসাইট)

এয়ারটেল বন্ধ সিম অফার

এয়ারটেল বন্ধ সিম চালু করলেই আপনি পাচ্ছেন আকর্ষণীয় সব মিনিট অফার,কলরেট অফার ও ইন্টারনেট।তাই দেরি না করে চলে আসুন এয়ারটেল বন্ধ সিমের সকল অফার জানতে। নিচে এয়ারটেল বন্ধ সিমের অফার গুলো তুলে ধরা হলো।

টাকামেয়াদব্যবহারযোগ্যঅফার
18 টাকা7দিন1বার২৪ মিনিট + ২৪ এসএমএস
34টাকা15দিন1বার৫৫ মিনিট + ৩০ এসএমএস
43টাকা30দিন1বার৭৫ মিনিট + ৭৫ এসএমএস
44টাকা30দিন1বার৫ জিবি + ৪৫ পয়সা/  মিনিট + ৪৫ এসএমএস
46টাকা30দিন1বার৪ জিবি (৩ জিবি + ১ জিবি ৪জি) + ৪০ মিনিট
109টাকা30দিনএকাধিক বার৬ জিবি (৪ জিবি + ২ জিবি ৪জি) + ১০০ মিনিট


এয়ারটেল সিমের নাম্বার দেখে কিভাবে

আপনারা জানতে চেয়েছেন যে ফোন থেকে আমরা আমাদের এয়ারটেল নাম্বারটি কিভাবে দেখবো। এয়ারটেল নাম্বার দেখা খুব সহজ। আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করলে খুব সহজে আমাদের ফোনে ব্যবহৃত এয়ারটেল সিমের নাম্বার টি বের করতে পারবো। চলুন দেখে নেই-

ধাপ 1:প্রথমে আপনি আপনার ফোন থেকে *282#ডায়াল করুন।

ধাপ 2:ডায়াল করার পর কিছু সময় অপেক্ষা করুন।

ধাপ 3:অল্প কিছুক্ষণের মধ্যে আপনি আপনার ফোনের স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাবেনআর সেটি হল আপনার এয়ারটেল নাম্বার।

এয়ারটেল সিম তুলতে কত টাকা লাগে

প্রয়োজনীয় নিয়মাবলী:

  • জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
  • সিম ডেলিভারির সময় অবশ্যই গ্রাহককে একটি রিপ্লেসমেন্ট ফর্ম পূরণ করতে হবেএবং গ্রাহকের আঙ্গুলের ছাপ অবশ্যই মিলতে হবে
  • সিম রিপ্লেসমেন্ট এর খরচ হবে 250 টাকা
  • ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য ডেলিভারি চার্জ হবে 60 টাকা
  • অন্যান্য বিভাগের জন্য ডেলিভারি চার্জ হবে 100 টাকা

এয়ারটেল সিম কিভাবে চালু করব

আপনার নতুন এয়ারটেল সিমটি চালু করা অথবা সক্রিয় করার পর্যায়ক্রমিক ধাপ গুলো এখানে রয়েছে । প্রথমে আপনার নতুন সিমের 018*******6 সংখ্যার সিম কার্ডনম্বর121 নম্বরে এসএমএস করুন। তারপর আপনি আপনার ইনবক্সে অপশনে একটি মেসেজ দেখতে পাবেন। অতঃপর 1 টাইপ করে উত্তর দিন।

এয়ারটেল সিমে অফার চেক

আপনি যদি এয়ারটেল এ মিনিট অফার দেখতে চান তাহলে আপনাকে *0# এই নাম্বারে ডায়াল করতে হবে অতঃপর আপনি জানতে পারবেন কয় টাকায় কয় মিনিট পাচ্ছি এছাড়া আপনি কত মিনিট ব্যবহার করেছেন এবং কত মিনিট বাকি আছে তা দেখার জন্য আপনাকে*778*0# নাম্বারে ডায়াল করতে হবে।

এয়ারটেল সিমে এ নাম্বার দেখার কোড

প্রথমত আপনাকে ফোনের ডায়াল অপশনে দিতে হবে এবং এই *121*7*3# কোডটি টাইপ করতে হবে অথবা লিখতে হবে।লেখার পর এয়ারটেল সিম থেকে আপনাকে একটি কল করতে হবে। অতঃপর আপনি আপনার এয়ারটেল সিমের নাম্বারটি দেখতে পাবেন।

এয়ারটেল সিমে এ মিনিট কেনার কোড

এয়ারটেল সিমে মিনিট কেনার জন্য প্রথম ফোনের ডায়াল অপশনে যেতে হবে এবং*123* এই কোডটি টাইপ করতে হবে। তাহলে আপনি আপনাদের মিনিট অফারটি দেখতে পাবেন।

এয়ারটেল সিমে এ মিনিট চেক করার কোড

আপনার এয়ারটেল সিমে কত মিনিট আছে তা দেখার জন্য প্রথমে আপনাকে ফোনের ডায়াল অপশনে গিয়ে এই *777*5# কোডটি টাইপ করতে হবে অতঃপর আপনি দেখতে পাবেন আপনার আমার সিমে কত মিনিট আছে।

এয়ারটেল সিমে এমবি কেনার কোড

প্রথমত আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে এই *8444*44# কোডটি অঙ্কন করতে হবে অতঃপর কল করতে হবে তাহলে আপনি জানতে পারবেন কয় টাকায় কয় এমবি পাবেন।

এয়ারটেল সিমে এমবি চেক করার কোড

এমবি চেক করার সময় প্রথমে আপনাকে আপনার ফোনের ডায়াল অপশনে গিয়ে আপনাকে এই *121*1541# কোডটি টাইপ করতে হবে অতঃপর ডায়াল করতে হবে।

শেষ কথা :

আশা করি আপনারা উপরের আলোচনা থেকে সহজে বুঝতে পেরেছেন যে এয়ারটেল সিম ব্যবহারের ক্ষেত্রে আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি তাই দেরি না করে আসুন আমরা এয়ারটেল সিম ক্রয় করি এবং ব্যবহার শুরু করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *