প্রিয় পাঠক আজকে আমরা জানতে চলেছি ০১৫ কোন সিম বা 015 কোন নাম্বার আপনারা google এ অনেকেই সার্চ করেন,০১৫ কোন কোড বা 015 ফোন নাম্বার বা 015 which operator in Bangladesh আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব ।
016 which operator in Bangladesh
০১৫ কোন সিম | 015 which operator in Bangladesh
সহজ ভাবে বলতে গেলে ০১৫ মূলত টেলিটক সিমের কোড অর্থাৎ অর্থাৎ যে কোন টেলিটক নাম্বার এর পূর্বে 015 থাকলে বুঝে নিতে হবে যে নাম্বারটি টেলিটক নাম্বার এটি বাংলাদেশের একমাত্র নিজস্ব কোম্পানি এটি বাংলাদেশের সব থেকে বৃহৎ সিম কোম্পানি এটি বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হচ্ছে বিভিন্ন কাজের অনলাইনে আবেদন এর জন্য এই সিম ব্যবহার করা হয় ।
কিভাবে টেলিটক সিমের নাম্বার দেখা যায়?
অনেক সময় আপনারা বিভিন্ন কারণে নিজস্ব নাম্বার ভুলে যান এর জন্য সিম কোম্পানিগুলো কিছু কোডের ব্যবস্থা করেছে যার মাধ্যমে আপনারা মোবাইলে কোড গুলো ডায়াল করে নিজের নাম্বারটি দেখতে পারেন। টেলিটক তাদের থেকে ব্যতিক্রম নয়। তারাও একটি কোডের ব্যবস্থা করেছে, যার মাধ্যমে আপনি আপনার ভুলে যাওয়া নাম্বারটি আবার দেখতে পারেন।
কিন্তু টেলিটক সিম্বার সিমের নাম্বার দুই ভাবে দেখা যায় একটি হলো ডায়াল কোড এর মাধ্যমে এবং অন্যটি হলো এসএমএসের মাধ্যমে। নিচে আমরা আলোচনা করব কিভাবে ডায়াল কোড ও এসএমএস এর মাধ্যমে আপনারা আপনাদের ভুলে যাওয়া টেলিটক নাম্বার টি দেখতে পারেন।
- ডায়াল কোড
- এসএমএস
1.ডায়াল কোড পদ্ধতি
ডায়াল পদ্ধতিতে টেলিটক সিমের নাম্বার দেখা খুব সোজা প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *৫৫১# ডায়াল করুন সাথে সাথেই আপনি আপনার ভুলে যাওয়া টেলিটক সিমের নাম্বারটি দেখতে পাবেন।
2.এসএমএস পদ্ধতি
এস এম এসের (SMS) মাধ্যমে ভুলে যাওয়া টেলিটক সিমের নাম্বারটি দেখতে হলে, প্রথমে আপনি আপনার মোবাইলের মেসেজ অপশনে যান। তারপর বড় হাতের P টাইপ করুন এরপর সেন্ড করুন 154 নম্বরে কিছুক্ষণ পর ফিরতি মেসেজে আপনি আপনার ভুলে যাওয়া টেলিটক নাম্বারটি দেখতে পারবেন।
টেলিটক সিমে এমবি দেখার কোড
আপনারা মোবাইলে ইন্টারনেটের বিভিন্ন কাজকর্ম করার জন্য এমবি কিনে থাকেন কিন্তু অনেকেই হয়তো জানেন না মোবাইলে টেলিটক সিমের এমবি কিভাবে চেক করতে হয় টেলিটক সিমে এমবি চেক করার জন্য আপনি আপনার মোবাইলের ডায়াল অপশন এ গিয়ে *152# ডায়াল করুন কিছুক্ষণ পর আপনি আপনার মোবাইলে এমবি দেখতে পারবেন।
টেলিটক সিমের অন্যান্য ইন্টারনেট অফার বা তথ্য জানতে আপনার মোবাইল এর অপশনে গিয়ে *১১১# ডায়াল করুন এর মাধ্যমে আপনি আপনার মোবাইলের সিমে ইন্টারনেট সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।
টেলিটক সিমে ব্যালেন্স দেখার নিয়ম
টেলিটক সিমে ব্যালেন্স চেক করার জন্য আপনি আপনার মোবাইলের ডায়াল লিস্টে গিয়ে *152# ডায়াল করুন কিছুক্ষণ পর আপনি আপনার টেলিটক সিমের ব্যালেন্স দেখতে পাবেন।
টেলিটক সিমের মিনিট দেখার কোড
টেলিটক সিমের মিনিট দেখার জন্য আপনি আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *152# ডায়াল করুন তারপর আপনার মিনিট অপশনটিতে ক্লিক করুন সাথে সাথে আপনার সিমের মিনিট আপনি দেখতে পাবেন।
টেলিটক ইমারজেন্সি ব্যালেন্স
বিভিন্ন কারণে আপনাদের ইমার্জেন্সি ব্যালেন্সের প্রয়োজন হয়। টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স ও নেওয়া যায়। টেলিটক সিমের এমার্জেন্সি ব্যালেন্সের জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল অপশনে গিয়ে *1122# ডায়াল করুন । কিছুক্ষণ পরে আপনার সিমে ইমারজেন্সি ব্যালেন্স এসে পড়বে।
এই ইমার্জেন্সি ব্যালেন্স দেখার জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল লিস্টে *1122# ডায়াল করুন আপনি আপনার মোবাইলে ইমারজেন্সি ব্যালেন্স জানতে পারবেন *152# মাধ্যমেও আপনি আপনার ইমার্জেন্সি ব্যালেন্স চেক করতে পারবেন।
টেলিটক সিমের 4G চেক
আপনার টেলিটক সিম টি 4g কিনা এটি চেক দেওয়ার জন্য আপনি আপনার মোবাইল অপশনে গিয়ে ”chk” টাইপ করে 157 নাম্বারে পাঠান এবং কিছুক্ষণ অপেক্ষা করুন ফিরতি মেসেজে আপনি জানতে পারবেন আপনার সিম 4g কাভার করবে কিনা।
টেলিটক সিমের এমবি অফার
- ৯ টাকায় ১০০ এমবি পেতে ডায়াল করুন *১১১*৫০১# মেয়াদ ৭ দিন।
- ৩৯ টাকায় ৫০০ এমবি পেতে ডায়াল করুন *১১১*৫০৩# মেয়াদ ৩০ দিন।
- ২১ টাকায় ১জিবি পেতে ডায়াল করুন *১১১*৫৩৪# মেয়াদ ৭ দিন।
- ৫৯ টাকায় ১জিবি পেতে ডায়াল করুন *১১১*৩৯# মেয়াদ ৩০ দিন।
- ৩৬ টাকায় ২জিবি পেতে ডায়াল করুন *১১১*৭৩৬# মেয়াদ ৭ দিন।
- ৯৩ টাকায় ২জিবি পেতে ডায়াল করুন স্টার ১১১ স্টার ৯৩# মেয়াদ ৩০ দিন।
টেলিটক সিমের বান্ডেল অফার
- ৫০ টাকায় ১ জিবি, 55 মিনিট এবং 50 টি এসএমএস পেতে ডায়াল করুন *111*102# মেয়াদ ৭ দিন।
- ১০১ টাকায় ১.৫জিবি, ১৫০ মিনিট এবং ১২০ টি এসএমএস পেতে ডায়াল করুন * ১১১*১০২# মেয়াদ ৩০ দিন।
- ১৯৯ টাকায় ৫জিবি, ২৫০ মিনিট এবং ৩০০ টি এসএমএস পেতে ডায়াল করুন *১১১*১০২# মেয়াদ ৩০ দিন।
- ১৯৯ টাকায় ১০জিবি, ১০০মিনিট এবং ৫০ টি এসএমএস পেতে ডায়াল করুন *১১১*১০৮# মেয়াদ ৩০ দিন।
শেষ কথা
আশা করি ০১৫ কোন নাম্বার এ সম্পর্কে আপনাদের সঠিক ধারণা দিতে পেরেছি যদি আমাদের পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ।