রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

রকেট সাধারণত একটি মোবাইল ব্যাঙ্কিং সেবা। বিকাশ,নগদ এবং উপায় এর মতো এটিও বেশ জনপ্রিয়। অনন্যা মোবাইল ব্যাঙ্কিং একাউন্ট থেকে রকেট একাউন্টের সুবিধা অনেক বেশি। আপনারা অনেকেই রকেট একাউন্ট খুলতে আগ্রহী কিন্তু অনেকেই জানেন না কিভাবে রকেট একাউন্ট খুলতে হয়।

তাই এই পোস্টের মাধ্যমে আজকে আমরা রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪ আলোচনা করবো। তাই ধৈর্য সহকারে এই পোস্ট পড়ুন তাহলে আশা করি আপনি খুব সহজেই রকেট একাউন্ট খুলতে পারবেন এবং একাউন্ট খোলার জন্য সকল দরকারি তথ্য সম্পর্কে জানতে পারবেন।

রকেট কি?

রকেট একটি মোবাইল ব্যাঙ্কিং সেবা। এটি ডাচ-বাংলা ব্যাংক দ্বারা পরিচালিত একটি অর্থনৈতিক সেবা। সাধারণ মানুষদের ব্যাংকের ঝামেলা থেকে মুক্তি দেওয়ার জন্য ডাচ-বাংলা ব্যাংক, রকেট মোবাইল ব্যাংকিং সিস্টেমটি চালু করে। বড়ো বড়ো টাকার ট্রানজিশন এর জন্য রকেট একাউন্ট খুবই জনপ্রিয়।


অন্যান্য ব্যাঙ্কিং সেবার তুলনায় রকেট একাউন্টে টাকার লিমিট অনেক বেশি হয়ে থাকে। রকেটে টাকার ট্রানজিশন খরচ অনেক কম। রকেট একাউন্ট থাকলে এজেন্ট ব্যাংকিংয়ের কোনো জামেলা ছাড়াই ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ থেকে টাকা তোলা যায়। ডাচ বাংলা ব্যাংক এটিএম বুথ ২৪ ঘন্টাই খোলা থাকে।

বাটন ফোনে উপায় একাউন্ট খোলার নিয়ম

রকেট একাউন্ট সুবিধা

রকেট একাউন্ট ব্যাবহার করলে প্রচুর সুবিধা পাওয়া যায়। রকেট একাউন্টে সার্ভিস চার্জ সব থেকে কম। এখানে প্রতি হাজারে ৯ টাকা কাটা হয়। এই রকেট একাউন্ট ব্যবহারের আরো অনেক সুবিধা আছে। সেগুলো নিচে আলোচনা করা হলো:-

  • সেন্ড মানি রকেট একাউন্টে সব থেকে কম খরচে টাকা পাঠানো যায়।
  • ক্যাশ আউট- রকেট একাউন্ট দিয়ে এজেন্টের কাছ থেকে খুব সহজে কম খরচে টাকা উঠানো যায়।
  • ক্যাশ ইনরকেট একাউন্টে টাকা জমা রাখা যায়।
  • মার্চেন্ট পেমেন্ট- রকেট একাউন্টের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে খুব সহজে কেনাকাটা করা যায়।
  • বিল পেমেন্ট- রকেট একাউন্টের সাহায্যে খুব সহজে নিরাপদে বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল ইত্যাদি সব ধরনের বিল পরিশোধ করা যায়।
  • মোবাইল রিচার্জ- রকেট একাউন্টের মাধ্যমে মোবাইলের রিচার্জ করা যায় এবং বিভিন্ন ধরনের অফার উপভোগ করা যায়।
  • ব্যাংক টু রকেট– রকেট একাউন্টের মাধ্যমে ব্যাংক থেকে টাকা আদান প্রদান করা যায়।
  • এটিএম বুথ– রকেট একাউন্টের মাধ্যমে এটিএম বুথ থেকে যে কোনো সময় টাকা তোলা যায়।
  • অফার- রকেট একাউন্টে বিভিন্ন উপলক্ষ বা উৎসবে অফার দিয়ে থাকে।

রকেট একাউন্ট খুলতে কি লাগে

রকেট একাউন্ট খুলতে,

  • মোবাইল নাম্বার
  • ইন্টারনেট 
  • জাতীয় পরিচয়পত্র

তাহলে চলুন আমরা রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪ সম্পর্কে জেনে নেই

নিজে নিজে ডাচ বাংলা রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

নতুন রকেট একাউন্ট একাধিক উপায়ে খোলা যায়। রকেট অ্যাপ এর পাশাপাশি রকেট মোবাইল ব্যাংকিং মেনু থেকেও নতুন রকেট একাউন্ট আপনারা খুলতে পারবেন। এছাড়াও আপনার নিকটস্থ এজেন্ট বা রকেট গ্রাহক সার্ভিস পয়েন্টে গিয়েও নতুন রকেট একাউন্ট খুলতে পারেন। তাহলে এখন আমরা জানব নিজে নিজে রকেট একাউন্ট খোলার নিয়ম।

১. রকেট অ্যাপ থেকে

২. রকেট মোবাইল ব্যাংকিং মেনু থেকে

৩. এজেন্ট বা রকেট গ্রাহক সার্ভিস থেকে

নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?

বাটন ফোনে রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

*322 # ডায়াল করে রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

  • আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে *322 # ডায়াল করুন।
  • অতঃপর নতুন রকেট একাউন্ট একটিভ করতে 1 লিখে সেন্ড অপশনে ক্লিক করুন।
  • আপনার নতুন রকেট একাউন্টের পিন সেট করুন।
  • ৪ ডিজিটের একটি পিন লিখে রিপ্লাই করুন।
  • এসএমএস এর মাধ্যমে আপনাকে নতুন রকেট একাউন্টের তথ্য সম্পর্কে জানানো হবে।

এরপর আপনাকে নিকটস্থ রকেট এজেন্ট পয়েন্ট / ডিবিবিএল শাখা / রকেট অফিস বা ডিবিবিএল এজেন্ট এর সাথে পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ যোগাযোগ করতে হবে।

বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আপনাকে নতুন অ্যাকাউন্ট খোলার ফর্ম বা KYC দেয়া হবে। যা আপনাকে ফিংগারপ্রিন্ট ও স্বাক্ষরসহ জমা দিতে হবে। এরপর তিন থেকে চার দিনের মধ্যে আপনার নতুন রকেট একাউন্ট চালু করা হবে। একাউন্টটি চালু হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

অ্যাপের মাধ্যমে রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

অ্যাপ থেকে রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪ এর জন্য, প্রথমে GOOGLE প্লে স্টোর থেকে রকেট অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

এরপর ভাষা সিলেক্ট করুন, English সিলেক্ট করে Next এ ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আপনার মোবাইল নাম্বারটি দিন তারপর ”পরবর্তী” অপশনে ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

You are not registered to mobile banking. do you want to register? লেখা থাকলে, ”Yes” বাটনে ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আপনার ফোন নাম্বারের অপারেটর সিলেক্ট করুন তারপর ”Next” এ ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

এরপর আপনার মোবাইলে একটি কল আসবে। সেখানে আপনার নতুন রকেট একাউন্টের ৪ ডিজিটের পিন সেট করুন। কলে থাকা অবস্থায় নতুন রকেট একাউন্টের পিন এর ডিজিটগুলো চাপুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

চার ডিজিটের পিন নাম্বারটি মনে রাখুন।চার ডিজিটের পিন নাম্বারটি মনে রাখুন,এই পিন লগিন এর সময় কাজে লাগবে। নতুন পিনটি সেট করার পর ৬ ডিজিটের একটি ওটিপি আসবে। ওটিপি সরাসরি সেট হয়ে যাবে।”VERIFY” অপশনে ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

এরপর রকেট একাউন্টের লগ ইন পেজ এ আপনার ফোন নাম্বার ও পিন দিয়ে লগ ইন করুন। লগইন করার সাথে সাথে নিচের দেওয়া KYC ফরম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে।KYC ফরম রেজিস্ট্রেশন করার জন্য “নিবন্ধন সম্পন্ন করুন” বাটনে ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আপনার একাউন্টের ধরণ সিলেক্ট করুন।

রকেট অ্যাপে একাউন্টের ধরণ সাধারণত ২ প্রকারের হয়। একটি হচ্ছে জেনারেল গ্রাহক এবং অন্যটি হচ্ছে রেমিটেন্স গ্রাহক। বিদেশ থেকে টাকা উত্তোলন করলে, সেক্ষেত্রে রেমিটেন্স গ্রাহক হিসেবে সিলেক্ট করুন। অপরদিকে আপনি যদি একজন সাধারণ ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে জেনালেন গ্রাহক সিলেক্ট করুন।
যদি বাইরের দেশ থেকে কোনো অর্থ আপনি লেনদেন না করেন , তাহলে জেনারেল গ্রাহক বাটনে ক্লিক করে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না তা নিশ্চিত করুন। তারপর বিভিন্ন শর্ত অনুমোদন করে আপনাকে পরবর্তী বাটনে ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

”জাতীয় পরিচয় পত্রের সামনের অংশটির ছবি তুলুন” এর ক্যামেরায় ক্লিক করে আপনার আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের অংশটির ছবি তুলুন। এরপর ”জাতীয় পরিচয় পত্রের পিছনের অংশটির ছবি তুলুন” এর ক্যামেরায় ক্লিক করে আপনার আপনার জাতীয় পরিচয় পত্রের পিছনের অংশটির ছবি তুলুন। তারপর ”পরবর্তী” অপশনে ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আপনার জাতীয় পরিচয় পত্রের বা এনআইডি কার্ড থেকে প্রাপ্ত সকল তথ্য সঠিক আছে কিনা যাচাই করুন তারপর ”পরবর্তী” বাটন ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আপনার ”Gender” সিলেক্ট করুন। আপনি Married” নাকি ”Unmarried” সিলেক্ট করুন। আপনার ”Religion” মানে ধর্ম সিলেক্ট করুন। আপনার ”Occupation” মানে আপনার পেশা সিলেক্ট করুন।
সবশেষে একাউন্ট এর ব্যবহার ”selected purpose of transaction” সিলেক্ট করুন তারপর ”পরবর্তী” বাটন ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আপনার একটি সেলফি তুলুন। সেলফি তোলার ক্ষেত্রে চোখ খুললে আর বন্ধ করলে আপনা আপনি ছবি উঠে যাবে। এরপর ”পরবর্তী” বাটনে ক্লিক করুন।

রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

উপরের সকল তথ্য দেওয়ার পর, আপনাকে মেসেজের মাধ্যমে আপনার একাউন্টটি ভেরিফিকেশন হচ্ছে তথ্যটি জানানো হবে। আপনি যদি আপনার তথ্যগুলো সঠিক প্রদান করে থাকেন তাহলে আপনার নতুন রকেট একাউন্টটি সঠিকভাবে তৈরি হয়ে যাবে এবং লেনদেনের জন্য প্রস্তুত হবে। পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার ও আপনার চার ডিজিটের পিন দিয়ে রকেট অ্যাপে লগইন করে সব কিছু চেক করে নিতে পারেন।

রকেট স্যালারি একাউন্ট খোলার নিয়ম

রকেট স্যালারি একাউন্ট খোলার জন্য আপনাকে অন্য কোন অন্য কোনো দিক নিৰ্দেশনার প্রয়োজন নেই। উপরে উল্লেখিত রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪ মেনে আপনি রকেট স্যালারি একাউন্ট খুলে নিতে পারেন। এর জন্য আলাদা কোন দিক নির্দেশনার প্রয়োজন নেই। রকেট স্যালারি একাউন্ট খোলার নিয়ম ও রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪ দুটোই এক।

রকেট এজেন্ট একাউন্ট খোলার নিয়ম ২০২৪

আপনি যদি রকেট এজেন্ট আগ্রহী হন তাহলে নিচে দেওয়া প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য গুলো নিয়ে নিকটস্থ রকেট ডিস্ট্রিবিউটর অফিস এ গিয়ে এজেন্ট রকেট একাউন্ট খোলার জন্য আবেদন করুন।

১.আপনার পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে নিতে হবে
২.আপনার এর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড। যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নিয়ে নিতে হবে।
৩.আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নিয়ে যেতে হবে।
৪.আপনার যোগাযোগের নাম্বার দরকার হবে।
৫.আপনার ব্যবসায় প্রতিষ্ঠান / দোকান এর নাম।

উপরে উল্লেখিত তথ্যগুলো নিয়ে আপনার নিকটস্থ রকেট ডিস্ট্রিবিউশন অফিসে যোগাযোগ করুন।

রকেট একাউন্ট চেক করার নিয়ম

রকেট একাউন্ট দেখার জন্য রকেট মোবাইল ব্যাংকিং মেনু ব্যবহার করে একাউন্ট এর ব্যালেন্স দেখতে পারবেন। রকেট একাউন্ট দেখতে:

১. আপনার মোবাইল অপশন থেকে *322# ডায়াল করুন।
২. তারপর Balance অপশনে থেকে 5 লিখে সেন্ড করুন।
৩.এরপর আপনার রকেট একাউন্টের পিন লিখুন।
৪.আপনার সঠিক পিন ইন্টার করুন, আপনার একাউন্টে ব্যালেন্স দেখতে পারবেন।
এছাড়াও 16216 নাম্বার ডায়াল করলে মেসেজ পাঠালে ফিরতি এসএমএস এ আপনার রকেট একাউন্ট এর ব্যালেন্স দেখতে পারবেন।

তবে সবচেয়ে সুবিধা হলো রকেট অ্যাপ থেকে ব্যালেন্স চেক করতে পারেন।

রকেট একাউন্ট app

GOOGLE প্লে স্টোর থেকে রকেট একাউন্ট appটি ডাউনলোড করে ইন্সটল করতে পারেন।

রকেট একাউন্ট সেন্ড মানি চার্জ

রকেট একাউন্টে সেন্ড মানি অথবা টাকা পাঠানোর জন্য কোনো চার্জ কাটা হবে অর্থাৎ সম্পূর্ণ বিনামুল্যেই সেন্ড মানি করা যাবে।

রকেট ক্যাশ আউট চার্জ

আপনি যদি রকেট এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮ শতাংশ হারে চার্জ কেটে নেওয়া হবে। অর্থাৎ প্রতি এক হাজার টাকায় ১৮ টাকা কাটা হবে।

আপনারা যদি খরচ কমাতে চান তাহলে ডিবিবিএল শাখা বা ডিবিবিএল এটিএম বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে ০.৯ শতাংশ হারে চার্জ কেটে নেওয়া হবে। অর্থাৎ প্রতি এক হাজার টাকায় ক্যাশ আউটের জন্য ৯ টাকা কাটা হবে।

রকেট ডায়াল কোড

রকেট একাউন্টের কোডটি ডায়াল করে রকেট একাউন্টে সব ধরণের মোবাইল ব্যাংকিং সেবা উপভোগ করা যায়। মোবাইল রিচার্জ, সেন্ড মানি, ক্যাশ আউট, পেমেন্ট, পে বিল সহ সব ধরণের লেনদেন করতে ডায়াল করুন *322# কোডটি।

রকেট একাউন্ট পিন ভুলে গেলে করণীয়

রকেট একাউন্টএর পিন ভুলে গেলে চিন্তার কোনো কারণ নেই। আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক এর যেকোনো শাখা থেকে রকেট একাউন্ট এর পিন ভুলে গেলে তা রিসেট করতে পারবেন।

রকেট পিন পরিবর্তন

রকেট একাউন্টের পিন জানা থাকলে সহজেই পরিবর্তন করতে পারবেন। রকেট একাউন্টের পিন পরিবর্তন করার জন্য:-।

১.রকেট মোবাইল ব্যাংকিং মেন্যুতে, ডায়াল করুন *322#
২.তারপর My Acc অপশনটি সিলেক্ট করতে 5 লিখে সেন্ড করুন।
৩.এরপর Change PIN সিলেক্ট করতে 3 লিখে সেন্ড করুন।
৪.এরপর আপনার বর্তমান রকেট পিনটি লিখে সেন্ড করুন।
৫.আপনার ৪ডিজিটের নতুন পিনটি প্রদান করুন।
৬.পুনরায় পিনটি প্রদান করে আপনার নতুন পিনটি কনফার্ম করুন।
উপরে উল্লেখিত প্রক্রিয়াটি সঠিকভাবে অনুসরণ করলে খুব সহজে রকেট একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন। এছাড়াও ডাচ বাংলা ব্যাংক কিংবা রকেট এর স্থানীয় শাখাতে গিয়েও রকেট একাউন্টের পিন পরিবর্তন করতে পারবেন।

GP old sim 0171111 cell bazar GP vip sim price in bd

রকেট পিন ভুলে গেলে কি করবো

রকেট একাউন্টের পিন নাম্বার ভুলে গেলে, আপনি দুটি উপায়ে রকেট একাউন্টের ভুলে যাওয়া পিন নাম্বারটি রিকভার করতে পারবেন।

১.রকেট হেল্পলাইনে কল করার মাধ্যমে।

২. কাস্টমার কেয়ার অফিসে গিয়ে।

রকেট হেল্পলাইন নাম্বার

রকেট একাউন্টের যেকোনো সমস্যা সমাধান এবং জরুরি তথ্যের জন্য রকেট হেডলাইনে আপনি যোগাযোগ করতে পারেন। রকেটের হেল্পলাইন নাম্বার ১৬২১৬।

রকেট কাস্টমার কেয়ার

আপনার আশেপাশে রকেট কাস্টমার কেয়ারের অবস্থান জানতে আপনি রকেটের হেল্পলাইন এ ১৬২১৬ নাম্বারে ফোন দিয়ে আপনার নিকটস্থ রকেট কাস্টমার কেয়ারের অবস্থান জেনে নিতে পারেন।

শেষ কথা

আশা করি রকেট একাউন্ট খোলার নিয়ম ২০২৪ সম্পর্কে আপনারা সব কিছু জানতে পেরেছেন। রকেট একাউন্ট সম্পর্কে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার সকল প্রশ্নের জবাব দিতে আমি চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *