টেলিটক বান্ডেল অফার ২০২৪ |Teletalk Bundle Offer Monthly

টেলিটক বান্ডেল অফার ২০২৪

টেলিটক বান্ডেল অফার ২০২৪|আজকে আমরা আলোচনা করবো টেলিটক সিমের বান্ডেল অফার সম্পর্কে। টেলিটক সিম হচ্ছে বাংলাদেশের মালিকানাধীন একমাত্র সিম কোম্পানি। এটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (বাংলাদেশ) কর্তৃক সরাসরি পরিচালনা করা হয়ে থাকে। বাংলাদেশের সমতলের পাশাপাশি অনেক দুর্গম জায়গাতে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক পরিসেবা চালু রয়েছে। ফলে টেলিটক সিমের গ্রাহক ও বাড়তে শুরু করেছে।

কিন্তু বর্তমানে সকল সিম কোম্পানি কল রেট বাড়িয়ে দেওয়ার কারণে অন্যান্য সিম কোম্পানির মতো টেলিটক সিম গ্রাহকদের জন্য বিভিন্ন অফারের সুযোগ দিয়ে থাকে।

০১৫ কোন সিম | 015 which operator in Bangladesh

আমরা আজকে কথা বলব টেলিটক বান্ডেল অফার,টেলিটক মিনিট বান্ডেল অফার সহ টেলিটকের অন্যান্য অফারের বিস্তারিত আলোচনা করবো ।

টেলিটক বান্ডেল অফার ২০২৪

টেলিটক বান্ডেল অফার মূলত তিনটি প্যাকেজের মাধ্যমে সুবিধা দিয়ে থাকে কম্বো প্যাকেজ, মিনিট বান্ডেল ও এসএমএস বান্ডেল।

টেলিটক কম্বো প্যাকেজ ২০২৪

টেলিটক সিম কোম্পানি তাদের নিজস্ব গ্রাহকদের জন্য বান্ডেল অফারের কম্বো প্যাকেজ এর সুবিধা দিয়েছে। টেলিটক সিমে বর্তমান কম্বো প্যাকেজগুলো নিচে আলোচনা করা হলো

  • ৫০ টাকা রিচার্জে পেয়ে যাবেন ১ জিবি ইন্টারনেট , ৫৫ মিনিট এবং ৫০ টি এসএমএস। মেয়াদ ৭ দিন।
  • ১০১ টাকা রিচার্জে পেয়ে যাবেন ১.২ জিবি ইন্টারনেট , ১৫০ মিনিট এবং ১২০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ১৯৯ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৫ জিবি ইন্টারনেট , ২৫০ মিনিট এবং ৩০০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ২০৯ টাকা রিচার্জে পেয়ে যাবেন ১০ জিবি ইন্টারনেট , ১০০ মিনিট এবং ৫০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ২২৪ টাকা রিচার্জে পেয়ে যাবেন ২ জিবি ইন্টারনেট , ৩৫০ মিনিট এবং ২০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ২৯৯ টাকা রিচার্জে পেয়ে যাবেন ১০ জিবি ইন্টারনেট , ৩৫০ মিনিট এবং ১০০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ২৯৭ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৫ জিবি ইন্টারনেট , ৪৫০ মিনিট এবং ৫০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ৩৯৯ টাকা রিচার্জে পেয়ে যাবেন ১২ জিবি ইন্টারনেট , ৫০০ মিনিট এবং ৩৫০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ৫৪৮ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৩৫ জিবি ইন্টারনেট , ৮০০ মিনিট এবং ১০০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ৫৯৮ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৪০ জিবি ইন্টারনেট , ৯০০ মিনিট এবং ১০০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
  • ৬৪৮ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৫০ জিবি ইন্টারনেট , ১০০০ মিনিট এবং ২০০ টি এসএমএস। মেয়াদ ৩০ দিন।
রিচার্জের টাকা ইন্টারনেট মিনিট এসএমএসমেয়াদকোড
৫০ টাকা ৫৫ মিনিট৫০ টি এসএমএস৭ দিন*১১১*১০২#
১০১ টাকা ১.২ ১৫০ মিনিট ১২০ টি এসএমএস৩০ দিন*১১১*১০৩#
১৯৯ টাকা ২৫০ মিনিট৩০০ টি এসএমএস৩০ দিন*১১১*১০৪#
২০৯ টাকা ১০ ১০০ মিনিট৫০ টি এসএমএস৩০ দিন *১১১*১০৭#
২২৪ টাকা ৩৫০ মিনিট২০ টি এসএমএস৩০ দিন*১১১*১০৮#
২৯৯ টাকা ১০ ৩৫০ মিনিট১০০ টি এসএমএস৩০ দিন *১১১*১০৫#
২৯৭ টাকা ৪৫০ মিনিট ৫০ টি এসএমএস৩০ দিন*১১১*১০৯#
৩৯৯ টাকা ১২ ৫০০ মিনিট৩৫০ টি এসএমএস৩০ দিন*১১১*১১০#
৫৪৮ টাকা ৩৫ ৮০০ মিনিট১০০ টি এসএমএস৩০ দিন *১১১*১১১#
৫৯৮ টাকা ৪০ ৯০০ মিনিট১০০ টি এসএমএস৩০ দিন*১১১*১১২#
৬৪৮ টাকা ৫০ ১০০০ মিনিট ২০০ টি এসএমএস৩০ দিন *১১১*১১৩#
টেলিটক কম্বো প্যাকেজ ২০২৪

টেলিটক মিনিট বান্ডেল অফার ২০২৪

টেলিটক সিম কোম্পানি তাদের নিজস্ব গ্রাহকদের জন্য টেলিটক মিনিট বান্ডেল অফার এর সুবিধা দিয়েছে। টেলিটক সিমে বর্তমান মিনিট বান্ডেল অফার গুলো নিচে আলোচনা করা হলো

  • ১৪ টাকা রিচার্জে পেয়ে যাবেন ২৩ মিনিট। মেয়াদ ৩ দিন।
  • ৩২ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৫৩ মিনিট। মেয়াদ ৩ দিন।
  • ৮৬ টাকা রিচার্জে পেয়ে যাবেন ১৪৩ মিনিট। মেয়াদ ৭ দিন।
  • ২৮৭ টাকা রিচার্জে পেয়ে যাবেন ৪৭৭ মিনিট। মেয়াদ ৩০ দিন।
রিচার্জের টাকা মিনিটমেয়াদকোড
১৪ টাকা২৩ মিনিট৩ দিন
৩২ টাকা ৫৩ মিনিট৩ দিন
৮৬ টাকা ১৪৩ মিনিট৭ দিন
২৮৭ টাকা৪৭৭ মিনিট৩০ দিন*১১১*২৮৭#
টেলিটক মিনিট বান্ডেল অফার ২০২৪

টেলিটক এসএমএস বান্ডেল অফার ২০২৪

টেলিটক সিম কোম্পানি তাদের নিজস্ব গ্রাহকদের জন্য টেলিটক এসএমএস বান্ডেল অফার এর সুবিধা দিয়েছে। টেলিটক সিমে বর্তমান মিনিট বান্ডেল অফার গুলো নিচে আলোচনা করা হলো

  • ১০টাকা রিচার্জে পেয়ে যাবেন ৯৬ টি এসএমএস। মেয়াদ ৩ দিন।
রিচার্জের টাকা এসএমএসমেয়াদকোড
১০টাকা৯৬ টি এসএমএস ৩ দিন*১১১*১০#
টেলিটক এসএমএস বান্ডেল অফার ২০২৪

অফারের শর্তাবলী

  • টেলিটক সিমে কম্বো অফার, মিনিট অফার, এসএমএস অফার পেতে আপনাকে রিচার্জ অথবা কোড ডায়াল করতে হয়।
  • অফার গুলো যতবার খুশি ততবার নিতে পারবেন।
  • অফার শেষ হয়ে গেলে পুনরায় অফার গুলো নিতে পারবেন।
  • এ ধরনের অফার গুলো শুধুমাত্র টেলিটক গ্রাহকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
  • অফার গুলো যেকোনো সময়ে পরিবর্তন করার ক্ষমতা রাখে টেলিটক কোম্পানি।

শেষ কথা 

আজকের এই আলোচনায় আপনারা জানতে পেরেছেন টেলিটক বান্ডেল অফার, টেলিটক কম্বো প্যাকেজ, টেলিটক মিনিট বান্ডেল অফার, টেলিটক এসএমএস বান্ডেল অফার ২০২৪ এর তথ্য সম্পর্কে। এই সম্পর্কে আপনাদের আরো কিছু জানার থাকলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *