গ্রামীণফোন নতুন সিমের অফার ২০২৪ GP New Sim Offer

গ্রামীণফোন নতুন সিমের অফার ২০২৪

গ্রামীণফোন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় টেলিযোগাযোগ নেটওয়ার্ক সেবা প্রধানকারী কোম্পানি। গ্রামীনফোনে সব থেকে কম কলরেটে কথা বলা যায়। আপনারা যারা গ্রামীনফোনের নতুন সিম ব্যবহার করেন তাদের জন্য গ্রামীণফোন বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। গ্রামীণফোনের নতুন সিমের বিভিন্ন অফার সম্পর্কে আজকে আলোচনা করব। ০১৫ কোন সিম?

গ্রামীণফোন নতুন সিমের অফার ২০২৪

দেশের প্রত্যেকটি সিম কোম্পানির তাদের নতুন গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে থাকে, গ্রামীণফোন ও তার ব্যতিক্রম নয়। গ্রামীণফোনের নতুন গ্রাহকদের জন্য রয়েছে অনেক ভালো ইন্টারনেট, মিনিট ও এসএমএস অফার। বিশেষ করে গ্রামীনফোনে সব থেকে কম কলরেটে কথা বলা যায়। গ্রামীনফোনে বাংলাদেশে অনেক জনপ্রিয়। গ্রামীণফোনের নতুন সংযোগে আপনি পেয়ে যাচ্ছেন অনেক ভালো ইন্টারনেট, মিনিট এবং এসএমএস অফার। যেগুলো শুধুমাত্র নতুন গ্রাহকদের প্রযোজ্য।

আপনারা গ্রামীণফোনের নতুন সংযোগে বিভিন্ন অফার গুলো নিচে দেখে নিতে পারেন

  • গ্রামীনফোনে নতুন সংযোগে (জিপি প্রিপেইড এবং পোস্টপেইড) মাই জিপি অ্যাপ থেকে ৯৭ টাকায় প্যাক কিনলে সাত দিন মেয়াদে ৩ জিবি বোনাস উপভোগ করতে পারবেন।
  • নতুন গ্রাহকদের জন্য প্রিপেইড এবং পোস্টপেইড উভয় প্রযোজ্য।
  • ৩ জিবি ইন্টারনেট বোনাসের মেয়াদ হবে সাত দিন।
  • এই বোনাস শুধু একবারের জন্য প্রযোজ্য হবে।
  • মাই জিপি অ্যাপের মাধ্যমে গ্রাহকগণ এই সুবিধা ভোগ করতে পারবেন।
  • ৩জিবি বোনাস পাওয়ার জন্য ফোনে নোটিফিকেশন পাবেন।

গ্রামীণফোন নতুন সিমের ইন্টারনেট অফার

গ্রামীণফোনের নতুন সিমের গ্রাহকদের জন্য মাই জিপি অ্যাপ থেকে ৯৭ টাকায় ৭ দিন মেয়াদে ৩ জিবি ইন্টারনেট রয়েছে। আরো অনেক অফার রয়েছে যেগুলো শুধুমাত্র নতুন গ্রাহকদের ক্ষেত্রেই প্রযোজ্য। নিচে গ্রামীণফোনের নতুন সিমের বিভিন্ন ইন্টারনেট অফার দেখে নিতে পারেন।

  • ২৭ টাকা ফেক্সিলোড করলে সাত দিন মেয়াদে ১.২৫ জিবি ইন্টারনেট পাবেন অথবা মাই জিপি অ্যাপ থেকে ২৭ টাকা রিচার্জ করলে ২.৫০ জিবি (১.২৫জিবি +১.২৫জিবি ) ইন্টারনেট পাবেন।
  • ২৭ টাকা রিচার্জে ১.২৫ জিবি ইন্টারনেট অথবা মাই জিপি অ্যাপ এ ২৭ টাকা রিচার্জে ২.৫০ জিবি (১.২৫জিবি +১.২৫জিবি ) ইন্টারনেটের সুবিধা শুধুমাত্র মাসে একবার পাওয়া যাবে।
  • ২৭ টাকা ফেক্সিলোডে ১.২৫ জিবি এবং মাই জিপি অ্যাপ এ ২৭ টাকা রিচার্জে ২.৫০ জিবি (১.২৫জিবি +১.২৫জিবি ) ইন্টারনেট এক্টিভেশনের পর থেকে শুরু করে টানা নয় মাস একবার করে ব্যবহার করা যাবে।
  • ২৭ টাকা রিচার্জে ১.২৫ জিবি ইন্টারনেট অথবা মাই জিপি অ্যাপ এ ২৭ টাকা রিচার্জে ২.৫০ জিবি (১.২৫জিবি +১.২৫জিবি ) ইন্টারনেটের অফারটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য।
  • নতুন গ্রাহকরা রিমেইনিং মান্থলি অপট-ইন কোটা চেক করতে ডায়াল করুন *121*1111#।
  • মেয়াদ শেষে প্রতিটি ইন্টারনেট প্যাকের সর্বোচ্চ PayGo চার্জ হবে ৬.৬৬২৫(ভ্যাট, এসডি এবং এসসি সহ) টাকা।
ইন্টারনেট অফার (অপশন – এ)ডাবল ইন্টারনেট অফার (অপশন- বি)
টাকা২৭ টাকা রিচার্জেমাইজিপি অ্যাপ থেকে ২৭ টাকা রিচার্জে
ইন্টারনেট১.২৫ জিবি ইন্টারনেট২.৫ জিবি ইন্টারনেট (১.২৫ জিবি + ১.২৫ জিবি বোনাস)
মেয়াদ৭ দিন৭ দিন
গ্রামীণফোন নতুন সিমের অফার ২০২৪

গ্রামীণফোন নতুন সিমের ফার্স্ট রিচার্জ অফার

গ্রামীণফোনের নতুন গ্রাহকদের প্রথম রিচার্জে কিছু দারুন অফার উপভোগ সুবিধা করে দিয়েছে। যা শুধুমাত্র গ্রামীণফোনের নতুন গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য।

গ্রামীনফোনের নতুন সিমের গ্রাহকগণ ৪৭ টাকার প্রথম রিচার্জে উপভোগ করতে পারবেন

  • ২ জিবি ইন্টারনেট এবং ৩০ মিনিট টকটাইম মেয়াদ ৭ দিন।
  • এক পয়সা সেকেন্ড কলরেট যেকোনো লোকাল নাম্বারে মেয়াদ ৩০ দিন।
  • নতুন গ্রাহকদের জন্য শর্ট কোড কল ব্যতিত যেকোনো লোকাল নম্বরের (জিপি-অন্যান্য মোবাইল অপারেটর, জিপি-পিএসটিএন এবং জিপি-আইপিটিএসপি) ক্ষেত্রে প্রযোজ্য হবে।
  • এই অফারের মেয়াদ শেষ হয়ে গেলে গ্রাহকগণ মূল প্যাকেজের কল রেট উপভোগ করবেন।
  • নতুন গ্রাহকগণ বোনাস এবং মেয়াদ জানতে ডায়াল করুন *121*1*2#
  • এই অফার শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য এবং প্রথম রিচার্জের ক্ষেত্রে প্রযোজ্য
  • বোনাস অ্যামাউন্ট, বোনাস মিনিট অথবা ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহারের ক্ষেত্রে প্রথম রিচার্জ অফারটি প্রযোজ্য হবে না।

গ্রামীণফোন নতুন সিম সংযোগের অফার

  • গ্রামীনফোন নতুন সিমে ৫ টাকা রিচার্জ উপভোগ করতে পারবেন যা সিমের মূল্যের মাঝেই অন্তর্ভুক্ত থাকবে।
  • সিমের অ্যামাউন্ট চেক করার জন্য ডায়াল করুন *566# এবং বোনাস চেক করতে ডায়াল করুন *12112#
  • সিমে অ্যামাউন্টের মেয়াদ সিম চালুর হওয়ার দিন থেকে ৩০ দিন পর্যন্ত।
  • সিমে ইন্টারনেট প্যাক কিনতে ডায়াল করুন 1213#

শেষ কথা

আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা গ্রামীণফোনের নতুন সিমের বিভিন্ন অফার সম্পর্কে জানতে পেরেছেন। আপনাদের যদি নতুন সিমের অফার সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *